বাংলা হান্ট ডেস্কঃ গত ২৫ জুলাই হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হয়েছেন ধূপগুড়ির (Dhupguri) বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় (BJP MLA Bishnupada Roy)। বর্তমানে বিধায়ক শুন্য ধূপগুড়ি। এই অবস্থায় আগামী ৫ সেপ্টেম্বর সেই কেন্দ্রে উপ নির্বাচন (By Election) হচ্ছে। ৮ সেপ্টেম্বর ফল প্রকাশ। উপনির্বাচনকে ঘিরে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। আর শনিবার সেই উত্তাপ আরও কিছুটা বাড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গেই ঘটলো অবাক করা কাণ্ডও।
গতকাল ধূপগুড়িতে বিশাল জনসভা করেন অভিষেক। সেখান থেকে একাধিক প্রতিশ্রুতি দিলেন ধূপগুড়ির জনগণের উদ্দেশ্যে। পাশাপাশি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড ঘোষণা করে দিলেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে আলাদা মহকুমা হবে ধূপগুড়ি। আর এতেই খুশিতে আত্মহারা অভিষেকের সভায় আসায় হাজার হাজার মানুষ।
শুধু মুখে হাসি নয়, সাথে হাতে করে শুটকি মাছ নিয়ে বাড়ি ফিরছেন সকলে। প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিখ্যাত ড্রাই ফিশ বা শুটকি মাছের বাজার ধূপগুড়িতে। স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের পাশে শুটকি মাছের সে বিরাট বাহার। হরেক রকম মাছ আর প্রচুর ব্যবসায়ী। সেখান থেকেই শুটকি সরবরাহ হয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে।
আরও পড়ুন: ‘আমাকে বোকা ভাববেন না, ভুল ধরলে কেঁদে কূল পাবেন না’, কার ওপর ক্ষুব্ধ হলেন বিচারপতি?
আর গতকাল অভিষেকের এক প্রতিশ্রুতিই সেই শুটকি মাছের চাহিদা বাড়িয়ে দিল কয়েকশো গুন। অভিষেক শুটকি নিয়ে কিছু না বললেও ধূপগুড়িতে মহকুমা করা হবে সেই ঘোষণা করাতেই শুটকি ব্যবসায়ীদের লক্ষীলাভ।
আরও পড়ুন: আর যাবেনা চাকরি! প্রাইমারি শিক্ষকদের জন্য বিরাট পদক্ষেপ নিল সরকার, মুখে ফুটলো হাসি
ধূপগুড়ির সেই বিখ্যাত শুটকি মাছের বাজার থেকে তৃণমূলের নেতা থেকে কর্মী থেকে শুরু করে সভায় আসা সাধারণ মানুষ, সকলেই হাতে করে শুটকি মাছ নিয়ে বাড়ি ফিরলেন। এতদিনের দাবি পূরণ হচ্ছে বলে কথা, জমিয়ে ভোজন না হলে হয়! তাই মুখে হাসি আর হাতে শুটকির ঠোঙা নিয়ে বাড়ি ফিরলেন সকলে। রাতে ভুরিভোজ।