বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল থেকে যখন ভারতের ব্যাটিং আরম্ভ হয়েছিল তখন থেকেই রোহিত শর্মাকে, প্যাট কামিন্সের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছিল। গতকাল প্রথম ইনিংসে যখন রাহুল এক প্রান্ত সামলে রাখছেন তখন রোহিত রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। অজি অধিনায়ক বাধ্য হয়ে নিজেকে বেশিক্ষণ আক্রমণে রাখেননি। তার ইকোনমি গতকাল ছিল ৬-এরও বেশি।
আজ রোহিত শর্মা অনেক শান্তভাবে ব্যাটিং করেছেন এবং ১৬৫ বলে নিজের শতরান সম্পন্ন করেছেন। এটি ছিল টেস্ট ক্রিকেটে তার নবম শতরান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি তিন ফরম্যাটেই শতরান করেছেন। অপর দিক থেকে যখন একের পর এক উইকেট হারাচ্ছিল ভারত তখন তিনি অত্যন্ত মনোযোগের সাথে লড়ে যাচ্ছিলেন।
কিন্তু নিজের সেঞ্চুরিটিকে বিশাল বড় স্কোরে রূপান্তরিত করতে পারলেন না হিটম্যান। ২১২ বলে ১২০ রান করে প্যাট কামিন্সেরই শিকার হন তিনি। প্যাট কামিন্সের ডেলিভারি আচমটাই ভেতরে ঢুকে এসে সেট হওয়া সত্ত্বেও রোহিত শর্মার স্টাম্প উড়িয়ে দেয়। গতকাল যাবতীয় বাউন্ডারির বদলা নিয়ে নিয়েছেন অজি অধিনায়ক। তিনি ব্যাট হাতে একটি কঠিন পিচে নিজের জীবনের অন্যতম সেরা টেস্ট ইনিংসটি খেলে গেছেন।
তবে আজ সবচেয়ে বেশি প্রভাবিত করলেন অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফি। গতকাল লোকেশ রাহুলকে আউট করেছিলেন। আজ বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, রবি অশ্বিনের পাশাপাশি আউট করলেন ভারতীয় দলে অভিষেককারী শ্রীকর ভরতকেও। নিজের অভিষেক টেস্ট ম্যাচ এই ভারতের মতো দলের বিরুদ্ধে প্রথম ইনিংসেই নিয়ে নিলেন পাঁচ উইকেট। গোটা সিরিজে লিয়নের পাশাপাশি তাকে নিয়েও সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে। উইকেট তোলার সঙ্গে সঙ্গে অত্যন্ত কৃপণ বোলিংও করেছেন তিনি।
ভারতীয় দলের লিড আপাতত ৭০ রানের গণ্ডি অতিক্রম করেছে। প্রতিবেদনটি লেখার সময় যাদের যার সঙ্গে জুটি বেঁধে ব্যাট করছেন অক্ষর প্যাটেল। নিজের অর্ধশতরানের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রত্যাবর্তনের টেস্ট ম্যাচে সকলকে নিজের পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করে দিয়েছেন তিনি।