বঙ্গে নেই চাকরি! শিক্ষক হওয়ার আশায় পড়শি রাজ্যই ভরসা বাংলার চাকরিপ্রার্থীদের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বারংবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের (West Bengal) ২৬,০০০ শিক্ষক-শিক্ষিকা “চাকরিহারা” হয়েছেন। যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে রাজ্যের স্কুলগুলি। প্রায় পৌনে ১ কোটি পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে চিন্তা। এদিকে, এই পরিস্থিতির জন্য অনেকেই আবার দায়ী করছেন নিয়মিত SSC না হওয়ার বিষয়টিকে।

বঙ্গের (West Bengal) চাকরিপ্রার্থীদের কাছে ভরসা বিহার:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাম্প্রতিককালে শিক্ষক নিয়োগের বিষয়ে রাজ্যের (West Bengal) সামগ্রিক পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৪ বছরে মাত্র ২ বার SSC পরীক্ষা হয়েছে। অন্যদিকে, প্রাথমিকেও শিক্ষক-শিক্ষিকার বিপুল শূন্যপদ থাকলেও সেক্ষেত্রেও নিয়োগের জন্য তেমন তৎপরতা দেখা যায়নি।

আরও পড়ুন: এবার WhatsApp-এই মিলবে সমস্ত তথ্য! গ্রাহকদের সচেতন করতে বড় পদক্ষেপ RBI-র

২০২২ সালে TET পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রেজাল্ট সামনে এলেও পরবর্তী প্রক্রিয়া শুরু হয়নি। এমনকি, ২০২৩ সালে ফের TET পরীক্ষা হলেও তার রেজাল্ট এখনও সামনে আসেনি। এমতাবস্থায়, বাধ্য হয়ে রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী অন্যান্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিচ্ছেন।

আরও পড়ুন: টাটা গ্রুপের এই শেয়ারই তুলবে ঝড়! বিনিয়োগকারীরা হবেন মালামাল, একসময় দাম ছিল মাত্র ৬ টাকা

সম্প্রতি পড়শি রাজ্য বিহারের পাটনায় পশ্চিমবঙ্গের (West Bengal) হাজার হাজার যুবক-যুবতী টেট পাশ সার্টিফিকেট নেওয়ার জন্য উপস্থিত হন। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে বিপুল সংখ্যক পরীক্ষার্থী টেট পাশ সার্টিফিকেট নেওয়ার জন্য জড়ো হয়েছেন পাটনায়।

অর্থাৎ, নিজের রাজ্যে (West Bengal) চাকরি না পেয়ে এবার অন্য রাজ্যে শিক্ষক হওয়ার আশায় পা বাড়িয়েছেন বহুজন। এদিকে, এই ভিডিও প্রত্যক্ষ করে নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। অনেকেই দীর্ঘ কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগের পরীক্ষা না হওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন। কিছুজন আবার এটাও জানিয়েছেন যেখানে পড়ছি রাজ্য বিহারে চাকরি মিলছে সেখানে বঙ্গে চাকরি পাওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X