হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কাস্টমসের কড়া পদক্ষেপ, এই কারণে বাজেয়াপ্ত করল ৫ কোটি টাকার দুটি ঘড়ি

বাংলা হান্ট ডেস্কঃ সময়টা সত্যিই অত্যন্ত খারাপ যাচ্ছে হার্দিক পান্ডিয়ার জন্য। ভারতীয় দলের এই প্রথিতযশা অলরাউন্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে ছিলেন না। যার জেরে যথেষ্ট ভুগতে হয়েছে ভারতীয় দলকে। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে প্রথম একাদশ থেকেও তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা। এরই মাঝে তার বিরুদ্ধে একদিকে যেমন উঠেছে ধর্ষণের অভিযোগ তেমনি অন্যদিকে ফের একবার সংবাদমাধ্যমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার কাস্টমস বিভাগের হাতে পড়তে হল এই অলরাউন্ডারকে।

জানা গিয়েছে, ইউএই থেকে ভারতে ফেরার সময় এয়ারপোর্টে তাকে দাঁড় করান কাস্টমস বিভাগের অফিসাররা। তল্লাশি করতে গিয়ে তার কাছে পাওয়া গিয়েছে দুটি বিলাসবহুল ঘড়ি। যারা একেকটির দাম 5 কোটি টাকা। সেই ঘড়ি দুটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এয়ারপোর্টের কাস্টমস বিভাগ।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘড়ি দুটির জন্য কোন বিল দেখাতে পারেননি হার্দিক। এমনকি তিনি এগুলিকে কাস্টমস আইটেম বলেও ঘোষণা করেননি। আর সেই কারণেই জাতীয় শুল্ক বিভাগ তরফে ঘড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হার্দিকের ঘড়ি ছিল Patek Philippe Nautilus Platinum 5711 যার বর্তমান মূল্য পাঁচ কোটিরও বেশী।

HARDIK PANDYA 1

প্রসঙ্গত উল্লেখ্য, এবছর আরব আমিরশাহীতে আইপিএল হোক বা বিশ্বকাপ কোন টুর্নামেন্টেই সেভাবে ফর্মে ছিলেননা হার্দিক। আধা সুস্থ হওয়া সত্ত্বেও তাকে বিশ্বাস করে দলে রেখেছিলেন ধোনি বিরাটরা। কিন্তু সেই বিশ্বাসের মান রাখতে পুরোপুরি ব্যর্থ হন এই অলরাউন্ডার। যার জেরে নিউজিল্যান্ড পাকিস্তানের মতো শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে পরাজয় হজম করতে হয় ভারতকে।

 

ad

Abhirup Das

সম্পর্কিত খবর