লেবু চা এ লেবু দানা বেশি থাকায় চা ওয়ালার মুখে লেবু চিপে দিলো যুবক

 

বাংলা হান্ট ডেস্ক :-ঘটনাটি শুনতে হাস্যকর হলেও এটিই সত্যি। হাসাডাঙার বছর ২৩ এর সন্দীপ ঠিক এরম কান্ডই ঘটিয়ে বসলো। জানা গিয়েছে, সন্দীপ কলকাতার একটি প্রাইভেট সংস্থার কর্মী।

 

গতকাল বিকেল ৫.৩০ টা নাগাদ সন্দীপ একটি চায়ের দোকানে তার বন্ধুদের সাথে চা খেতে আসে। যথারীতি তাদের আসর জমে বসলে চা তাদের সামনে পৌঁছে যায়। চায়ের কাপে চুমুক দেওয়ার পরই মাথা গরম হয়ে যায় তার। প্রথমে সে চিৎকার করতে থাকলেও হঠাৎই নিমেষে সবার চোখের সামনে ওই দোকানের লেবু তুলে চা ওয়ালার মুখে লেবু চিপে দেয় সে।

b474c img 20190610 wa0040

পরে ঘটনাটি হাতাহাতির পর্যায়ে পৌছে গেলে তার বন্ধুরা এসে সামাল দেয় তাকে।

সম্পর্কিত খবর