বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারির পর এপ্রিলেও RBI (Reserve Bank Of India) টানা দ্বিতীয়বারের মতো রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। গত বুধবার (৯ এপ্রিল) সকালে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের পর, রেপো রেট কমে ৬ শতাংশে নেমে এসেছে। এদিকে, RBI-এর ঘোষণার পরপরই, চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের কোটি কোটি গ্রাহককে স্বস্তি দিয়ে রেপো লিঙ্কড বেঞ্চমার্ক লেন্ডিং রেট তথা RBLR কমিয়ে দিয়েছে।
ফের রেপো রেট কমিয়েছে RBI (Reserve Bank Of India):
নতুন এবং পুরনো গ্রাহকরা স্বস্তি পাবেন: জানিয়ে রাখি, বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) তাদের মূল সুদের হার কমানোর কয়েক ঘণ্টার মধ্যেই, দেশের ৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের সুদের হার ৩৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। ওই ব্যাঙ্কগুলি হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক।
এদিকে, ব্যাঙ্কগুলির এই পদক্ষেপ পুরনো এবং নতুন উভয় ঋণগ্রহীতাদেরই স্বস্তি দেবে। আশা করা হচ্ছে যে, শীঘ্রই অন্যান্য ব্যাঙ্কও এই ধরণের ঘোষণা করবে এবং গ্রাহকদের স্বস্তি দেবে।
আরও পড়ুন: বড় খবর! অলিম্পিকে “এন্ট্রি” হল T20 ক্রিকেটের, কতগুলি দল করবে অংশগ্রহণ?
নতুন সুদের হার কার্যকর করল PNB: পৃথক পৃথক রেগুলেটরি ফাইলিংয়ে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি জানিয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) রেপো রেট কমানোর পরে সুদের হারে এই পরিবর্তন করা হয়েছে। চেন্নাইতে স্থিত ইন্ডিয়ান ব্যাঙ্ক জানিয়েছে যে, তাদের রেপো-লিঙ্কড বেঞ্চমার্ক লেন্ডিং রেট (RBLR) ১১ এপ্রিল থেকে ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৭০ শতাংশ করা হবে।
আরও পড়ুন: মোদীর সাথে বৈঠকের পরেই হল বোধদয়? এবার ইউনূস যা করলেন…..জানলে হবেন অবাক
অন্যদিকে PNB ১০ এপ্রিল থেকে তাদের RBLR রেট ৯.১০ শতাংশ থেকে কমিয়ে ৮.৮৫ শতাংশ করেছে। পাশাপাশি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন রেপো-লিঙ্কড বেঞ্চমার্ক ঋণের হার ৮.৮৫ শতাংশ। যা আগে ৯.১০ শতাংশ ছিল। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI) একটি রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছে যে, এই নতুন হার গত বুধবার থেকে কার্যকর হয়েছে। এদিকে, ইউকো ব্যাঙ্ক জানিয়েছে যে, তারা বৃহস্পতিবার থেকে রেপো-লিঙ্কড সুদের (RBLR) হার কমিয়ে ৮.৮ শতাংশ করেছে।