এবার বাম্পার অফার নিয়ে এল Reliance Jio! শুধু এই কাজ করলেই গ্রাহকেরা হতে পারেন লাখপতি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দেশের অন্যতম টেলিকম সংস্থা হল Reliance Jio। অল্প কয়েক বছরের মধ্যেই গ্রাহকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে এই সংস্থা। এমতাবস্থায়, গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই নিত্যনতুন রিচার্জ প্ল্যান এবং অফার নিয়ে আসে Jio। যেগুলির প্রত্যক্ষ লাভ পান ব্যবহারকারীরা। তবে, এবার একটি দুর্দান্ত অফার নিয়ে এল এই সংস্থা। জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত Reliance Jio তাদের প্ল্যানের সাথে রিচার্জ করা গ্রাহকদের প্রতিদিন ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের অফার নিয়ে এসেছে। পাশাপাশি, এই অফারের নাম দেওয়া হয়েছে, “Reliance Jio 6 Days Of Recharge Dhamaka”।

মূলত, Jio-র ৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ওই কোম্পানি এই অফারটি নিয়ে এসেছে। এমতাবস্থায়, যে সকল গ্রাহকরা অফার পিরিয়ডের মধ্যে ২৯৯ টাকা বা তার বেশি প্রিপেইড প্ল্যানের সাথে রিচার্জ করবেন তাঁরা এই পুরস্কার জেতার দাবিদার হবেন। এই প্রসঙ্গে Jio জানিয়েছে যে, এই অফারটি শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ, তামিলনাড়ু সার্কেল ছাড়া দেশের অন্যান্য Jio ব্যবহারকারীরা এই অফারটির সুবিধা পাবেন।

অফারটি শুরু হয়ে গেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর Jio 4G নেটওয়ার্ক পরিষেবার ঘোষণা করেছিল। এমতাবস্থায়, চলতি বছরের ৫ সেপ্টেম্বর ছ’বছর পূর্ণ করেছে সংস্থাটি। এদিকে, ইতিমধ্যেই এই আকর্ষণীয় অফারটি শুরু হয়ে গিয়েছে। তবে, এই অফারের শর্তাবলী সম্পর্কে Jio তার টুইটার পোস্টে বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য যে, বর্তমানে যদি আপনার একটি সক্রিয় প্রিপেইড প্ল্যান উপলব্ধ থাকে, সেক্ষেত্রে আপনি এই অফারের সুবিধা যেতে Jio থেকে পছন্দের প্রিপেইড প্ল্যানটি এখনই রিচার্জ করতে পারেন। তবে, এই অফারটি সম্ভবত টেলকোর পোস্টপেইড গ্রাহকদের জন্য উপলব্ধ হবে না।

আসছে JioPhone 5G: এই AGM (Annual General Meeting)-এ JioPhone 5G লঞ্চের খবরও মিলেছে। এমনিতে, Jio তার সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন এখনও পর্যন্ত লঞ্চ না করলেও, জানা গিয়েছে এই ফোনটি Google-এর সহযোগিতায় প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি, এটির দাম ১৫ হাজার টাকার কম হতে পারে। এমতাবস্থায়, আগামী বছরের AGM-এ এই ফোন সংক্রান্ত ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

relaince jio voucher

হতে চলেছে Jio 5G লঞ্চ: উল্লেখ্য যে, ২০২২-এর AGM-এ জানানো হয়েছে, Jio গ্রাহকরা খুব শীঘ্রই বহুপ্রতিক্ষিত 5G পরিষেবার সুবিধা পাবেন। যদিও, এখনও JIO-র 5G লঞ্চ সম্পর্কে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও অনুমান করা হচ্ছে, দীপাবলির মধ্যেই Jio-র 5G পরিষেবা ভারতে চালু হবে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর