বাংলা হান্ট ডেস্ক: এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে পাবলিক সেক্টরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। শুধু তাই নয়, ওই ব্যাঙ্কের গ্রাহকেরাও এবার বড় স্বস্তি পেয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, PNB এবার হোম লোন এবং কার লোন সহ রিটেল লোনের সুদের হার ০.২৫ শতাংশ কমানোর ঘোষণা করেছে।
কপাল খুলল PNB (Punjab National Bank)-র গ্রাহকদের:
ইতিমধ্যেই PNB (Punjab National Bank)-র তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, এই সংশোধিত হারগুলি হোম লোন থেকে শুরু করে কার লোন, এডুকেশন এবং পার্সোনাল লোন সহ বিভিন্ন ধরণের ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, দীর্ঘ ৫ বছরের ব্যবধানের পর, গত ৭ ফেব্রুয়ারি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট (যে হারে ব্যাঙ্কগুলি কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ঋণ নেয়) ০.২৫ শতাংশ কমিয়ে ৬.২৫ শতাংশ করেছে।
প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন ফি-তেও ছাড় মিলবে: এদিকে, সুদের হার কমানোর পরে, PNB (Punjab National Bank) বিভিন্ন প্রকল্পের অধীনে হোম লোনের হার ৮.১৫ শতাংশে পরিবর্তন করেছে। যেখানে, “গ্রাহকরা ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত অ্যাডভান্স প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন ফি-র ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় পাবেন। জানিয়ে রাখি যে, প্রচলিত হোম লোন স্কিমে, সুদের হার বার্ষিক ৮.১৫ শতাংশ থেকে শুরু হয় এবং মাসিক কিস্তি প্রতি লক্ষতে হয় ৭৪৪ টাকা। কার লোনের বিষয়ে সেখানে বলা হয়েছে যে, নতুন এবং ব্যবহৃত উভয় গাড়ির জন্য সুদের হার বার্ষিক ৮.৫০ শতাংশ থেকে শুরু হয় এবং EMI প্রতি লক্ষে ১,২৪০ টাকা হয়।
আরও পড়ুন: তাকিয়ে দেখল গোটা বিশ্ব! Apple-এর হাত ধরেই মালামাল ভারত, তৈরি বিরাট নজির
একাধিক অফার উপলব্ধ করেছে ব্যাঙ্ক: এদিকে, PNB (Punjab National Bank) বার্ষিক ৮.৫০ শতাংশ থেকে শুরু করে সুদের হারে ০.০৫ শতাংশ ছাড় দিচ্ছে এবং প্রতি লক্ষে ১,২৪০ টাকা থেকে শুরু করে মাসিক EMI দিচ্ছে। এতে বলা হয়েছে, গ্রাহকরা ১২০ মাস পর্যন্ত দীর্ঘ পরিশোধের মেয়াদ উপভোগ করতে পারবেন এবং এক্স-শোরুম মূল্যের ১০০ শতাংশ ফাইন্যান্সিংয়ের সুবিধা পাবেন। এডুকেশন লোনের ক্ষেত্রে ক্ষেত্রে কার্ডের ন্যূনতম হার বার্ষিক ৭.৮৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন: চিনকে ঝটকা দিতে মোক্ষম চাল ভারতের! দিল্লিতে এন্ট্রি নেওয়ার পথে তালিবান প্রতিনিধি
জানিয়ে রাখি যে, গ্রাহকরা একটি নিরবচ্ছিন্ন ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ২০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন। এক্ষেত্রে ব্রাঞ্চ পরিদর্শন বা কাগজপত্রের প্রয়োজন থাকছে না। সংশোধিত হার ১১.২৫ শতাংশ থেকে শুরু হয়। PNB (Punjab National Bank) জানিয়েছে যে, এই নতুন হারগুলি গত ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। উল্লেখ্য যে, এই মাসের শুরুতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) RBI-এর নীতিগত হারের সাথে সঙ্গতি রেখে হোম লোন সহ রিটেল লোনের সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে।