বাংলা হান্ট ডেস্ক: দিন দিন আরও বেড়েই চলেছে তৃণমূল বিজেপি সংঘর্ষ। গত কয়েক মাস ধরে রাজ্য বিজেপি কাটমানির অভিযোগ তুলে বিক্ষোভ-আন্দোলন চালাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু এবার তার হিতে-বিপরীত ঘটলো। কাটমানির অভিযোগ উঠলো বিজেপির বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, লাগানো হল পোস্টার। পোস্টারগুলি পড়েছে মূলত গাইঘাটা অঞ্চলে।
সূত্রে খবর, শান্তনুর বিরুদ্ধে ওই পোস্টারগুলি প্রথম দেখা যায় গাইঘাটার মণ্ডলপাড়া হাইস্কুলের কাছে। যদিও পরে তা সরিয়ে দেওয়া হয়। যদিও তৃণমূল এর আগেই অভিযোগ তুলেছিল, শান্তনু ঠাকুর ২কোটি টাকা নিয়েছেন বনগাঁয় নরেন্দ্র মোদীর সভা করার জন্য। ওই ঘুষ খাওয়া টাকায় এখন এলাহী জীবন কাটাচ্ছেন।
যদিও এই সম্পুর্ন ঘটনাকে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছেন শান্তনু। তাঁর অভিযোগ, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে এখন বিজেপিকে আক্রমণ করতেই এইসব নিত্যনতুন নোংরামিতে নেমেছে তৃণমূল।
উল্লেখ্য, গতকাল কাটমানি ইশুতেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, তৃণমূল নেতাদের বাড়ির সামনে প্রতিনিয়ত পুলিশ দাঁড়িয়ে। এর একমাত্র কারণ তারা এত কাটমানি নিয়েছেন এবং যেসব মানুষদের থেকে নিয়েছেন তাঁরা এবার বাড়ি বয়ে এসে তাদের টাকা ফেরত চাইছে। এখন তো সব জায়গায় কাটমানি, তোলাবাজি। কেউ ব্যবসা করতে গেলেও তোলা দিতে হচ্ছে। পড়াশোনা করতে গেলেও তোলা দিতে হচ্ছে।’ দিলীপ ঘোষ আরো বলেন, ‘এই কাটমানি ঝ তোলাবাজি বন্ধ করার একটি মাত্র উপায় তৃণমূলকে প্রত্যেক জায়গায় হারাতে হবে। বাঙালি মানে আজ চোর, চিটিংবাজ হয়ে গেছে। এই বদনাম ঘোচাবার জন্য পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হবে।”