কাঁটমানির পোষ্টার এবার মেদিনীপুরে,তৃনমূলের নেতা বিরুদ্ধে

Published On:

BanglaHunt : আবারো কাটমানির পোষ্টার পড়লো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।বৃহস্পতিবার সকালে কোলাঘাটের খন্যাডিহি গ্রামপঞ্চায়েতের দুই তৃনমূল নেতার বিরুদ্ধে একাধিক পোষ্টার পড়ে একাধিক জায়গায়।

খন্যাডিহি গ্রামপঞ্চায়েতের তৃনমূলের সভাপতি বকুল পাঁজা এবং খন্যাডিহি যুব তৃনমূল সভাপতি অসীম মাজীর বিরুদ্ধে তোলাবাজীর অভিযোগ তুলে পোষ্টার পড়ে।যদিও এই পোষ্টারে কে বা কারা এই  অভিযোগ করছে তা উল্লেখ না থাকলেও লেখা রয়েছে খন্যাডিহি অঞ্চলের উন্নয়নকামী নাগরিকবৃন্দ ।

এই পোষ্টার পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।যদিও অভিযুক্তদের দাবী এসমস্ত উদ্দেশ্যপ্রনদিতভাবে এই কাজ একশ্রেনীর দুস্কৃতকারীরা করছে।

সম্পর্কিত খবর

X