১০০দিনের কাটমানি টাকা ফেরত দিল তৃণমূলের বুথ সভাপতি

Published On:

সৌগত মন্ডল ঃ রাজ্যে চারিদিকে তৃণমূলের দুর্নীতি চলচ্ছে তারই প্রমাণ পাওয়া গেলো,

এদিন বীরভূমের সিউড়ি ২নং ব্লকের এ কোমা পঞ্চায়েতে চাতরা গ্রামে ১০০ দিনের কাজের যে কার্ড মানি খাওয়া হয়েছিল সেই টাকা আজ ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচন মুখার্জি।

সকলের হাতে সেই টাকা তুলে দেন।

X