কাটমানির আঁচ এবার নবান্নে, গেপ্তার বিজেপি মহিলা নেত্রীরা

বাংলাHunt :আজ সকাল বেলা রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে কাটমানি নিয়ে বিক্ষোভ করলেন বিজেপি মহিলা সদস্যরা। একাধিক মহিলা সদস্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ করেন এবং রাজ্যে যে কাটমানি সরকার চলছে সেই নিয়ে ক্ষোভ উগরে দেয়।

ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী এবং সেখান থেকে একাধিক মহিলা বিজেপি নেত্রী গ্রেপ্তার করা হয় এবং সূত্র জানিয়েছে বিজেপি আগামী দিন নবান্ন অভিযান করবেন বিজেপি।

nabannaসেখানে রাজ্যের আইন শৃঙ্খলা এবং যে কোটি কোটি টাকা কাটমানি নেওয়া হয়েছে সেই দাবী ও তোলা হবে

Udayan Biswas

সম্পর্কিত খবর