কাটমানি সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করল বিজেপি

কাটমানি সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। বুধবার বিজেপির ডাকা অবস্থান বিক্ষোভ শুরু হয় বেলা এগারোটায়। যা শেষ হয় দুপুর দুটো নাগাদ।”নবদ্বীপ ব্লকের চর মাঝদিয়া চর ব্রহ্মণগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের শৌচাগার সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া। তাছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে, সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা কাটমানি খাওয়া, একশো দিনের কাজ থেকে বিভিন্ন ক্ষেত্রে রং দেখে গ্রামের মানুষকে সরকারি প্রকল্পের কাজ থেকে বঞ্চিত করা। সব মিলিয়ে আট দফা দাবি জানিয়ে, স্বারকলিপি জমা দেন পঞ্চায়েত প্রধান রিনা দাস কে। বিজেপির ছয় দফা দাবির মধ্যে মূল দাবি ছিল,একশো দিনের কাজে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা অবিলম্বে ফেরত দিতে হবে।

107025333 gettyimages 1144017790
অন্যদিকে কাটমানি নিয়ে আজ সকালে পোস্টার পড়ল নদিয়ার শান্তিপুর পুরিসভার বিভিন্ন ওয়ার্ডে।অভিযোগ বেশ কয়েকজন কাউন্সিলর এই কাটমানির টাকা খেয়েছে।অবিলম্বে এই টাকা ফেরত দেওয়া হোক।এ বিষয়ে স্থানীয় বিশিস্টজনেরা কে কি বলছেন।

সম্পর্কিত খবর