উদয়ন বিশ্বাস ঃ দমদম চলতি মাসের ২১তারিখ কলকাতা পৌরসংস্থার দু’নম্বর ওয়ার্ড থেকে এক প্রোমোটার সুমন্ত চৌধুরী অভিযোগ করেছিলেন কাটমানি না দিয়ে এই অঞ্চলে প্রোমটার ব্যবসা করা যায় না অভিযোগের তীর বর্তমান কাউন্সিলর পুষ্পালি সিনহা ও পূর্বতন কাউন্সিলর ডাক্তার শান্তনু সেনের বিরুদ্ধে।

আজ কলকাতা পৌরসভার ২নম্বর অঞ্চলের বেশ কিছু প্রোমোটার ও ব্যবসায়ী সমিতির লোকজন এক সাংবাদিক সম্মেলন করে জানান, আমরাও দীর্ঘদিন দু’নম্বর ওয়ার্ড ও তার পার্শ্ববর্তী ওয়ার্ড গুলিতে ব্যবসা করি এরকম টাকা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের কোনদিন হয়নি। তারা এও জানান হয়তো সুমন্ত বাবু কোন রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত শত্রুতাবশত করতে পারেন শান্তনু সেন এর ব্যাপারে এ ধরনের অভিযোগ এনেছে।
