গৃহযুদ্ধে বিদ্ধস্ত পাকিস্তান! ড্রোন, SSG নিয়ে বালোচিস্তানের উপর নৃশংস হামলা পাকসেনার

বাংলাহান্ট ডেস্ক : ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে তৈরি হয়েছে স্বাধীন বাংলাদেশ (Bangladesh)। এবার বালোচ বিদ্রোহের হাত ধরেই কি আরও একবার বিভক্ত হবে পাকিস্তান? বিশ্ব মানচিত্রে হয়ত সৃষ্টি হবে আরও একটি স্বাধীন দেশ। সম্প্রতি বালোচিস্তানে (Balochistan) স্বাধীনতাকামী ও পাক সেনার মধ্যে চলা তুমুল অশান্তির জেরে এমন প্রশ্নই উঠে আসছে আন্তর্জাতিক রাজনীতি মহলে।

আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, বালোচিস্তানে পাক সেনা ও বালোচ বিদ্রোহীদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধের ময়দানে বিদ্রোহীদের দমাতে চিন থেকে আনা CH-4B কমব্যাট ড্রোন ব্যবহার করছে পাকিস্তানের সেনাবাহিনী। বিগত কয়েক বছরে দেশটির সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানে বিদ্রোহীদের বিরুদ্ধে ফাইটার জেট ও আ্যটাক হেলিকপ্টারও ব্যবহার করে ফেলেছে পাক সেনা।

এবার যুদ্ধক্ষেত্রে নামল অত্যাধুনিক ড্রোন। সূত্রের খবর, বালোচরাও প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। পাক সেনার বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে ‘বালোচিস্তান ন্যাশনাল আর্মি’। সূত্রের খবর, চলতি বছরই ‘বালোচিস্তান রিপাবলিকান আর্মি’ ও ‘ইউনাইটেড বালোচ আর্মি’ এক ছাতার তলায় আসায় নতুন এই সংগঠনটি তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসেই বালোচিস্তানের বলান অঞ্চলে বিদ্রোহীদের ডেরায় ভয়াবহ হামলা চালায় পাকিস্তানি সেনা। ওই অভিযানে চিনা ড্রোন ব্যবহার করেছে পাক সেনা। হামলা চালাচ্ছে পাক ফাইটার জেট ও কমব্যাট হেলিকপ্টার। শুধু তাই নয়, বালোচদের বিরুদ্ধে এসএসজি কমান্ডো বাহিনীও মোতায়েন করেছে ইসলামাবাদ। পালটা মার দিচ্ছে বালোচ মিলিশিয়াগুলি। জানা যাচ্ছে, তাদের হামলায় মৃত্যু হয়েছে পাক সেনার দুই কমান্ডোর।

১৯৪৭ সালের ১১ অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল দেশীয় রাজ্য কালাত। ১২ অগস্ট কালাতের শাসক মির সুলেমান দাউদ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই স্বাধীনতার মেয়াদ ছিল মাত্র সাত মাস। ১৯৪৮-এর ২৭ মার্চ পর্যন্ত।বালোচিস্তানের (Balochistan) মানুষের মনে সেই দিন আজও পরাধীনতার যন্ত্রণা আরও বাড়িয়ে তোলে। তবে বালোচরা থেমে নেই। পাক সেনার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছেন তাঁরাও।


Sudipto

সম্পর্কিত খবর