অসমের তেল শোধনাগারে সাইবার হামলা, পণ বাবদ ৭৫ লক্ষ মার্কিন ডলারের দাবি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বুকে আবারো একটি সাইবার হামলার ঘটনা ঘটলো এবং এবার ঘটনার কেন্দ্রস্থল অসমের দুলিয়াজানে। অসমের অয়েল ইন্ডিয়া লিমিটেড অন্তর্গত ফিল্ড হেডকোয়ার্টারে এই হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির প্রধান কাজ সরকারি তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা এবং হামলার ফলে এই কার্যপ্রণালী বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় এসে ঠেকেছে।

শুধুমাত্র তাই নয়, হামলার পর হ্যাকাররা প্রায় 75 লক্ষ মার্কিন ডলার দাবি করেছে উক্ত কোম্পানির কাছ থেকে। আর এরপর দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করে কোম্পানি। সংস্থার প্রধান জনসংযোগ আধিকারিক ত্রিদিপ হাজারিকা বলেন, “সাইবার হামলার ফলে আমাদের সিস্টেম এবং কয়েকটি সার্ভার ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে আমরা এসকল সিস্টেমকে বন্ধ রেখেছি এবং তা যত তাড়াতাড়ি ঠিক করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।” সূত্রের খবর, রবিবার ঘটনাটি প্রথম সামনে আসে এবং এরপর কোম্পানির আইটি টিমের পক্ষ থেকে এই সমস্যা শনাক্তকরণ এবং দ্রুত প্রক্রিয়াকরণ চালু করা হয়।

এছাড়াও জানা যাচ্ছে যে, ভয়ঙ্কর সাইবার হামলার পর কোম্পানির সিস্টেমকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোম্পানির তরফ থেকে একজন আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞকে হায়ার করা হয়েছে।

অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আশা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিনের মধ্যে তারা পুনরায় সিস্টেমকে পুনরুদ্ধার করতে সফল হবে। এ বিষয়ে ডিব্রুগড় জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে, “ঘটনার খবর পাওয়ার পর সিআইডির দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিজেদের তদন্ত শুরু করেছে। যত দ্রুত সম্ভব, এর কিনারা বের হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর