বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে বিভিন্ন ব্যাঙ্কের কর্মীর পরিচয় দিয়ে টাকা হাতানোর খবর নতুন কিছু নয়৷ ফ্যাশন ঘটে চলেছে এই ধরনের ঘটনা, শুধুমাত্র একটা ফোন কলেই গ্রাহকের ব্যাঙ্কে গচ্ছিত টাকা উধাও হয়ে যায় মাত্র দশ মিনিটে৷ কখনও আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে আবার কখনও ব্যাঙ্কের অ্যাকাউন্টে সমস্যা হয়েছে এ সব বলে এটিএম পিন নম্বর নেওয়া কিংবা সিভিভি নম্বর নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর জন্য বসে রয়েছে প্রতারকরা৷ আর্থিক প্রতারণার শিকার হয়ে অনেক গ্রাহক সেভাবে টাকা ফেরত পাননি কিন্তু এবার ব্যাঙ্কে গচ্ছিত টাকা উধাও হওয়ার পর মাত্র দশ মিনিটেই তা গ্রাহকের কাছে ফেরত এনে দিতে পারে সাইবার সেফ৷
এটি একটি সফটওয়্যার যা স্বয়ংক্রিয়ভাবে প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে৷ একই সঙ্গে সেই প্রতারকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে সক্ষম হয়৷ বর্তমানে ব্যাংকের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে বারবার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর সিভিভি কিংবা এটিএমের পাসওয়ার্ড কাউকে না দিতে বলা হলেও সচেতন তাকে বুড়ো আঙুল দেখিয়ে বোকামি করে যাচ্ছেন গ্রাহকরা আর তাতেই প্রতারকদের ফাঁদে পড়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা খোয়াতে হচ্ছে৷
দেশ জুড়ে এই সমস্যার শিকার লক্ষ লক্ষ মানুষ৷ তাই তো সাধারণ মানুষকে বাঁচাতে দেশজুড়ে প্রতিটি শহর এবং রাজ্যের পুলিশ কেন্দ্রীয় সংস্থা ও গোয়েন্দা বিভাগ তৈরি করেছে সাইবার সেফ৷ জানা গিয়েছে এই সফটওয়্যারের মাধ্যমেই কোনও গ্রাহক যদি ভুল বশত প্রতারণার শিকার হন সে ক্ষেত্রে পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে, যে ফোন নম্বর ব্যবহার করেই গ্রাহককে ফোন করা হয়েছিল সেই ফোন নম্বর পুলিশকে দিলেই ওই সফটওয়্যারে ফেললেই নিজেরই যে কাজ শুরু করে দেবে সফটওয়্যারটি৷
এর পর ওই প্রতারকের ব্যাংক ডিটেলস এবং পরিচয় জানাবে সাইবার সেফ একই সঙ্গে প্রতারক কত টাকা নিয়েছে সেই তথ্যও পাওয়া যাবে৷ মাত্র কয়েক মিটার মধ্যেই প্রতারকের ব্যাঙ্কের ওয়ালেট এবং অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যাবে৷ তার পর সেই টাকা চলে আসবে গ্রাহকের অ্যাকাউন্টে জানা গিয়েছে শীঘ্রই গোটা দেশে এই বিশেষসফটওয়্যার চালু করতে উদ্যোগ নিয়েছে পুলিশ থেকে গোয়েন্দা বিভাগ৷