আম্ফান আপডেট : ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান, আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এমনটাই। গত ২৪ ঘণ্টা ধরে একই অঞ্চলে ঘোরাফেরা করছে। মূল ভূখন্ডে আছড়ে পড়তে আরও ৭২ ঘণ্টা সময় লাগবে। তবে ঝড়টির উত্তর পশ্চিম দিকেই ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবল। আন্দামান ও নিকোবর অঞ্চলে আগামী ৪৮ ঘন্টা সতর্কতা জারি করা হয়েছে।

weather 6

আম্ফান বদলে দিয়েছে তাপমাত্রা

গত কয়েকদিন ধরেই আন্দামান সাফরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে, ভরা বৈশাখেও তাপমাত্রার পারদ সর্বাধিক রেখা ছুঁতে পারছে না। আবার ঘূর্ণিঝড় আম্ফানের আগমনের কারণে, বাতাসে আদ্রতা অপেক্ষা জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি রয়েছে। যার কারণে আগামী ২ দিন প্রবল ঝড় বৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে।

158287041181688881976nr hot weather

শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে মেঘ মুক্ত উজ্জ্বল আকাশের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস।

weather 1 20190719

ঘূর্ণিঝড়ের নামকরণ

২০০৪ সালে আটটি দেশের আবহাওয়া বিভাগ দ্বারা সূচিত ঘূর্ণিঝড়ের নামের পূর্বের তালিকাটি উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর বা আরব সাগরে আরও এই ঘূর্ণিঝড়ের পরে শেষ হয়ে যাবে। পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে ‘আম্ফান’, থাইল্যান্ডের প্রস্তাবিত একটি নাম, যা ২০০৪ সালের তালিকায়ও শেষ।

আইএমডির মহাপরিচালক মৃতুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, 2018 সালে ভবিষ্যতের ঘূর্ণিঝড়ের জন্য সমন্বয় ও নাম নির্ধারণের জন্য একটি নতুন প্যানেল গঠন করা হয়েছিল। সেই অনুযায়ী বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন এই অঞ্চলের ঘূর্ণিঝড় গুলির নাম দেয়।


সম্পর্কিত খবর