বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড় (Cyclone) দেখেছে বাংলা। আয়লা, আম্পান, ইয়াশের মতো ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে বহু। এবার আগস্ট মাসে ফের একবার ঘূর্ণিঝড়ের (Cyclone) অশনি সংকেত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শুক্রবার একটি ঘূর্ণিঝড় ঘনাতে পারে আরব সাগরের উত্তরে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বৃহস্পতিবার জারি করা হয়েছে সাবধান বাণী।
ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) আসনা
বর্তমানে একটি গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে গুজরাতের (Gujrat) উপকূলে সৌরাষ্ট্র কচ্ছের উপর। আবহাওয়া দপ্তরের (India Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, এই গভীর নিম্নচাপ শুক্রবারের মধ্যে অগ্রসর হবে উত্তর আরব সাগরের দিকে। যদি এই ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হয় তাহলে ১৯৬৪ সালের পর এটি হতে চলেছে দ্বিতীয় ‘আগস্ট-ঝড়।’
আরোও পড়ুন : আদানি কিংবা আম্বানি নয়, আস্ত একটা যাত্রীবাহী ট্রেন ছিল এই ব্যক্তির! জানতেন আপনি?
এর অর্থ হচ্ছে ভারতীয় উপকূলে আগস্ট মাসে আছড়ে পড়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে এটি। তবে এবার বাংলা নয়। ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে গুজরাত। যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেটির নাম হতে চলেছে ‘আসনা’ (Cyclone Asna)৷ এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে পাকিস্তান। ‘আসনা’ একটি উর্দু নাম। উর্দু ভাষায় ‘আসনা’-এর অর্থ (Cyclone Asna Meaning) হচ্ছে সর্বোচ্চ এবং ‘উজ্জ্বলতর’, এবং যেটি সব থেকে প্রশংসনীয়।
পূর্বে আরব সাগরে ১৯৪৪, ১৯৬৪ এবং ১৯৭৬ সালের আগস্ট মাসে তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ। তবে সেই নিম্নচাপগুলি রূপান্তরিত হয়নি ঘূর্ণিঝড়ে। এবার আরব সাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কিনা সেটাই দেখার। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাবধান করা হয়েছে প্রত্যেকটি দপ্তরকে। যদি এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকছে প্রশাসন।