বাংলা হান্ট ডেস্ক : গতকাল থেকেই আমূল পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়াও (Weather)। গত রবিবার থেকে ধীরে ধীরে কমেছে বৃষ্টির পরিমাণ। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গেও (South Bengal) বৃষ্টির প্রভাব কমে গিয়েছে অনেকখানি। তবে উত্তরবঙ্গে (North Bengal) এখনো কিছুটা বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। কলকাতা (Kolkata) এবং পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ শুকনো থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ৫ জেলাতে এখনও বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। এর মধ্যে আবার দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা বেশী। সমতল উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে ৩ ডিগ্রী থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।
অপরদিকে, দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে অনেকখানি। ৫ দিনেই সকাল এবং রাত্রির তাপমাত্রায় ৪ থেকে ৬ ডিগ্রীর তফাৎ লক্ষ্য করা যাবে। একমাত্র উপকূলবর্তী জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে আপাতত বৃষ্টির সম্ভবনা প্রায় নেই বললেই চলে। তবে শীঘ্রই ফের কালবৈশাখী আঘাত হানতে পারে বলে জানা যাচ্ছে।
সর্বোচ্চ তাপমাত্রা: ৩৭ ডিগ্রী সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: ২৪ ডিগ্রী সেলসিয়াস
জলীয় বাষ্প: ৪০-৯০%
বৃষ্টির সম্ভবনা : ৫%
আকাশ: আংশিক মেঘলা
আজ কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। অর্থাৎ আজ থেকে বৃষ্টির সম্ভবনা একেবারেই ক্ষীণ। আর তার জেরেই তাপমাত্রার পারদ বাড়বে অনেকখানি। জলীয় বাষ্প বাড়ার কারণে অস্বস্তিও বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আইএমডি সূত্রে খবর, বাংলাদেশের ওপর সাইক্লোন তৈরি হওয়ার কারণে দেশের একাধিক রাজ্যে বৃষ্টি হতে পারে। উত্তর ভারতের পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় আগামী ৩ দিন দুর্যোগের পরিস্থিতি জারি থাকবে৷ বিভিন্ন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাংলাতেও সামান্য প্রভাব পড়বে। দেশের একাধিক রাজ্য ঝড় বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।