বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় সবে শীত পড়তে শুরু করেছে। হাড় কাঁপানো ঠাণ্ডা না পড়লেও রাতের দিকে তাপমাত্রা বেশ অনেকটাই নেমে যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বহু জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। এই আবহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিবৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে (Weather Update)।
বাংলাতেও পড়বে ফেইঞ্জালের প্রভাব (South Bengal Weather)?
পুজোর ঠিক পরে পরেই ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় দানা। যার প্রভাবে রাজ্যের বহু জেলায় ঝেঁপে বৃষ্টি হয়। এরপর কয়েকটা সপ্তাহ যেতে না যেতেই চোখ রাঙাচ্ছে ফেইঞ্জাল (Cyclone Fengal)। যদিও পশ্চিমবঙ্গে এর বিশেষ প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। বরং এর দাপট দেখা যাবে তামিলনাড়ুতে।
মৌসম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড় ফেইঞ্জাল চেন্নাই থেকে ৭৭০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আগামী ২ দিন ধরে সেটি তামিলনাড়ুর উপকূল হয়ে উত্তর-পশ্চিমে শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস। যে কারণে ওই রাজ্যে ঝেঁপে বৃষ্টি (Rainfall Alert) হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ১০০০-২০০০ অতীত! এই প্রকল্পে মিলবে ১০,০০০ টাকা! মহিলাদের জন্য ধামাকা স্কিম রাজ্যের
এদিকে মঙ্গলবার থেকেই তামিলনাড়ুতে (Tamil Nadu) বর্ষণ শুরু হয়েছে। আজ চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গালপেট এবং তিরভাল্লুরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হওয়ার আগেই সতর্ক তামিলনাড়ু সরকার। ইতিমধ্যেই এনডিআরএফ এবং এসডিআরএফের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মেডিক্যাল টিম এবং ত্রাণশিবিরের বন্দোবস্ত খতিয়ে দেখছেন তিনি।
একইসঙ্গে ঘূর্ণিঝড় ফেইঞ্জালের কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যারা এখন সমুদ্রে আছেন, তাঁদেরও সঙ্গে সঙ্গে কাছের বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দফতরের পূর্বাভাস, চেন্নাই, তিরুভাল্লুর, ময়িলাদুথুরাই, নাগাপট্টিনম, তিরুভারুর, কাঞ্চিপুরম, কাড্ডালোর এবং চেঙ্গলপেটে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যেই সতর্কতা স্বরূপ ওই জেলাগুলিতে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে বাংলার আবহাওয়ার কথা বলা হলে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে শুক্রবার থেকে রবিবার অবধি উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।