বাংলাহান্ট ডেস্কঃ বর্ষা বিদায় কালে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’ (gulab)। তড়িঘড়ি সমস্ত দফতরের ছুটি বাতিল ঘোষণা করল নবান্ন (nabanna)। এই মর্মে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ৫ ই অক্টোবর পর্যন্ত সব দফতরের কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার।
আবহাওয়া দফতর জানিয়েছে, অন্ধ্র-ওড়িশা উপকূলে রবিবার বিকেল ৩ টে থেকে ৫ টার মধ্য়ে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন গুলাব (Cyclone Gulab)। এই নামটি প্রতিবেশি দেশ পাকিস্তানের দেওয়া। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার উপর না পড়লেও, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে পূর্ব মেদিনীপুরে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে।
একেই নিম্নচাপের জেরে একটানা বৃষ্টির ফলে এখন জলমগ্ন বাংলার বহু এলাকা। শহর কলকাতা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখনও জলমগ্ন বহু এলাকা। এদিকে আবার দুটি কেন্দ্রীয় প্রতিনিধি দল শনিবারই রাজ্যে এসেছে। যাদের মধ্যে একটি দল হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরে এবং হুগলির আরামবাগ এবং অন্যদলটি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে।
এই পরিস্থিতিতে যখন এখন বিভিন্ন জায়গা জলমগ্ন রয়েছে, এই সময় গুলাবারে আগমনী বার্তায় কিছুটা সংশয়ে রয়েছে নবান্ন। তারউপর এই ঘূর্ণিঝড়ের কারণে পুজোর মুখে বন্যার প্রকোপকেও এড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলাতে না পড়লেও, হালকা একটা ঝাপটা আসতে পারে। যার জেরে বেশকিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।