সন্ধেয় দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি! বিসর্জনে জল ঢালবে ঘূর্ণিঝড় ‘হামুন’, জারি সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক: নবমী থেকেই আবহাওয়ার ভোলবদল হয়েছে। দশমীতেও সকাল থেকেই মেঘলা আকাশ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় (Cyclone) ‘হামুন’ (Hamoon) অতি তীব্র আকার ধারণ করেছে। বাংলার উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড় প্রভাব ফেলবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের (Bangladesh Weather) দিকে হওয়ায় দক্ষিণবঙ্গের কোথাও তেমন ভারী বেশির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

দশমীর দুপুরে একটি ভালো খবর শুনিয়েছে হাওয়া অফিস। এর আগে যদিও বলা হয়েছিল, দশমীর দিন পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে নজর রেখে হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত আর ভারী বৃষ্টি (Rain Alert) কোথাও হবে না। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। কলকাতায় (Kolkata Weather) সেই সম্ভাবনাও নেই। দু-এক ফোঁটা হালকা বৃষ্টি হলে হতে পারে।

এরই পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকেই আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া।

durga puja weather

কিন্তু আজ এবং কাল বিশেষত সুন্দরবন-সহ (Sunderban) উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে সন্ধেয় বিসর্জনের সময় সমস্যা হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে। যদিও সেই বৃষ্টির পরিমাণ তেমন বেশি থাকবে না।

Monojit

সম্পর্কিত খবর