বাংলা হান্ট ডেস্কঃ ফের গরমকে ‘ক্লিন বোল্ড’ করে এন্ট্রি নিচ্ছে বৃষ্টি। চলতি সপ্তাহটা মোটের ওপর শুষ্কই ছিল দক্ষিণবঙ্গ (South Bengal)। তবে সোমবার থেকেই বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে নিম্নচাপ পরিস্থিতির (Weather Update) ওপরেও নজর রেখেছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, রবিবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় তাপপ্রবাহ হতে পারে। তবে বিকেলে ঝড়বৃষ্টি (Rain Forecast) হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানেও গরম থাকবে বলে জনানো হয়েছে। তবে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি (Rain) হওয়ার সম্ভাবনা হয়েছে। রবিবার বাকি জেলাগুলি মোটের ওপর শুষ্কই থাকবে। তবে সোমবার থেকে বাংলা জুড়ে বর্ষণ শুরু হবে।
সপ্তাহের প্রথম দিনই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বেশি ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার থেকে আবার হাওয়ার বেগ খানিক কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টি সেদিনও বজায় থাকবে।
আরও পড়ুনঃ ২৩ তারিখ ‘বোমা’ ফাটানোর হুঁশিয়ারি শুভেন্দুর, দেব আগেভাগেই যা বললেন … তোলপাড়!
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও একই রকম আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। মালদহে আবার ভারী বৃষ্টিপাত না হলেও গোটা সপ্তাহ জুড়েই একইরকম আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে বজায় থাকবে গরমের ফলে হওয়া অস্বস্তি।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে পারে। সেখান থেকে আবার নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে সেটি ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্বের দিকে এগোতে পার। এটি আবার শক্তিবৃদ্ধি করে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। কারণ এই সময় সাধারণত নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে থাকে। এখনও অবশ্য বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আজ আন্দামানে বর্ষা ঢুকছে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এই বিষয়ে আবহবিদেরা বিস্তারিত বলতে পারবেন। বর্তমানে পরিস্থিতির ওপর নজর রাখছেন তাঁরা।