ক্রমেই ঘোরতর হচ্ছে ঘূর্ণি! ঠিক কোথায় আঘাত হানবে ‘মোকা’? পশ্চিমবঙ্গের আবহাওয়ায় লেটেস্ট আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার সকালের আগেই জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। বুধবার রাতের শেষ বিবৃতিতে এমনটাই জানাল দিল্লির আবহাওয়া দফতর (IMD)। সকালে মৌসম ভবন জানিয়েছিল, বুধবার সন্ধ্যার দিকেই বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বৃহস্পতিতে তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কথা। তবে বুধবার রাতে মৌসম ভবন জানাল, বৃহস্পতিবার সকালের আগে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং বিকেলের দিকে তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। শুক্রবার আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘মোকা’ অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
বাতাস : ১৮ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%

কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও অস্বস্তির আবহাওয়া নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনওরকমের পূর্বাভাস নেই। আবহাওয়া শুকনো থাকবে। বিভিন্ন জায়গায় তাপজনিত কারণে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে আরও অন্তত তিন দিন। তবে দিনের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও রকমের পূর্বাভাস নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপজনিত কারণে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে আরও তিন দিন। এর মধ্যে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

মৎস্যজীবীদের প্রতি জারি সতর্ক বার্তা : শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলের কাছাকাছি মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মৌসম ভবন তাদের ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাসে জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরি‌ণত হওয়ার পর একটু একটু করে উত্তর-উত্তরপূর্বে সরে যেতে পারে ‘মোকা’।

X