লন্ড ভন্ড হবে সব! ৪০-৫০ কিমি বেগে উঠবে ঝড়, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: প্রতিনিয়ত ভোল বদলাচ্ছে আবহাওয়া। একদিকে পুড়ে খাক হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ, অন্যদিকে উত্তরে (North Bengal) ফের ঝড়-জলের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর। আর অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে। এর জেরেই ফের বৃষ্টি হবে গোটা রাজ্যে।

চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। একদিকে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। ওদিকে তীব্র গরমে দক্ষিণবঙ্গের মানুষও সপ্তাহন্তে খানিক স্বস্তি পাবে। আবহাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

শুক্রবার শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। এরপর শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এই চার জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। বাকি সমস্ত জেলাতেও বৃষ্টি হতে পারে। বইবে দমকা হাওয়াও। দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। এদিনও জারি থাকবে সতর্কতা। ওদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

weather h

আরও পড়ুন: কোচবিহারে দোতারায় মজলেন মোদী! বাদ্যযন্ত্র উপহার পেতেই বাজিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

শুক্রবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে। এরপর শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বইবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া। পরপর তিন দিন জারি থাকছে হলুদ সতর্কতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর