বাংলা হান্ট ডেস্ক: ফুঁসছে ঘূর্ণাবর্ত (Cyclone)। যার জেরে ফের তোলপাড় হবে বাংলার আবহাওয়া। আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়া, সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। IMD পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। যার কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি এদিন হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদহও।
এরপর সোমবার দোলের দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। এর মধ্যে অধিক বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এদিন উত্তরের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে।
এবার আসি দক্ষিণবঙ্গে। আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। পড়বে বাজও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ‘যতবার আসব, ততবার ব্যাগে করে নিয়ে যাব’, সিঙ্গুরের দই খেয়ে মুগ্ধ রচনা, পাল্টা দিলেন লকেটও
এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি বিকেল কিংবা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।