বাংলা হান্ট ডেস্ক: ভয় ধরাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Remal)। সকাল থেকে শহর কলকাতায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলা সুন্দরবন, দুই ২৪ পরগনাতেও চলেছে বৃষ্টি। ধীরে ধীরে আরও বদলে যাবে আবহাওয়া। আজ মধ্যরাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝিতে।
আবহাওয়ার খবর অনুযায়ী, আজ রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর শক্তিশালী এই রাক্ষুসে ঘূর্ণিঝড় (Weather Update)। পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী প্রতি ঘণ্টায় বঙ্গোপসাগরে ৯০- ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে রেমাল।
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। রেমালের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। রেশ থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। রেমাল ঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায়। দুই ২৪ পরগনায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কখনও কখনও সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩০ কিলোমিটার। এই দুই জেলায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় পাইপে করে বাড়ি বাড়ি গ্যাস, কাজ শুরু করল GAIL! আপনি কবে পাবেন
ওদিকে কলকাতা-সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি করেছে লাল সতর্কতা। এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়।
এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী (সাত থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মোটের ওপর গোটা দক্ষিণবঙ্গেই প্রভাব ফেলবে রেমাল।