বাংলা হান্ট ডেস্ক: দ্রুত গতিতে এগিয়ে আসছে ঘূ্র্ণিঝড় রেমাল (Remal)। বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে রাক্ষুসে এই ঘূর্ণিঝড়। আবহাওয়ার আপডেট (Weather Update) অনুযায়ী, রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের (West Bengal) সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে প্রবল বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমালের গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। কখনও দমকা হওয়ার গতিবেগ পৌঁছতে পারে ১৩৫ কিলোমিটার পর্যন্তও। রেমালের প্রভাবে আগেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি ছিল সতর্কতা। এবার উত্তরের কয়েক জেলাতেও জারি করা হল লাল সতর্কতা।
রেমালের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায়। দুই ২৪ পরগনায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কখনও কখনও সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩০ কিলোমিটার। এই দুই জেলায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। বিকেল ৫ টার পর খুব দরকার ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
রেমালের জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি করেছে লাল সতর্কতা। এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। কখনও কখনও তা ৯০ কিমিতেও পৌঁছতে পারে।
পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী (সাত থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেই বাকি অংশে জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি কমলা সতর্কতা।
আরও পড়ুন: ভোটপ্রচারে জোর ধাক্কা! রেমালের দাপটে বাতিল শুভেন্দুর সভা, মমতা-অভিষেক কী করবেন?
উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হলুদ সতর্কতা। মঙ্গলবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।