চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, রবিবারই কলকাতায় আঘাত হানতে পারে রেমাল? আবহাওয়ার খবর

   

বাংলা হান্ট ডেস্কঃ তীব্র গরম শেষে চলতি সপ্তাহে বৃষ্টির দৌলতে সাময়িক স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। গোটা সপ্তাহ জুড়েই অল্পবিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে বাড়তে পারে বর্ষণ। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবারই কলকাতায় আঘাত হানতে পারে সাইক্লোন রেমাল (Cyclone Remal)।

গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে এই ঘূর্ণিঝড় (Cyclone)। বাংলায় এর কতখানি প্রভাব পড়বে বা আদৌ প্রভাব পড়বে কিনা তা নিয়েও বিস্তর চর্চা হয়েছে। বুধবার বিকেলে এই নিয়ে মিলেছে বড় আপডেট। আবহাওয়ার পূর্বাভাসের একাধিক মডেলের মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে, আমফানের মতোই শহর কলকাতার (Kolkata) ওপর দিয়ে বয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal Update)।

রবিবার সন্ধ্যার পর ৮০-১০০ কিমি/ঘণ্টা গতিবেগে তিলোত্তমায় আঘাত হানতে পারে এই সাইক্লোন। আবহাওয়ার পূর্বাভাসের বহুল ব্যবহৃত একটি মডেল গতকাল বিকেলে বলছে, ঘূর্ণিঝড় আমফান যে পথে এগিয়েছিল, রেমালও প্রায় সেই পথ দিয়েই এগোবে। শনিবার কিংবা রবিবার সেটি তৃতীয় শ্রেণির ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এরপর রবিবার সন্ধ্যার পর সাগরের নিকট কোনও স্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে রেমাল। এরপর ঝড়ের কেন্দ্র ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ ‘ফের একবার মোদী সরকার’ নাকি চব্বিশেই বিদায় BJP-র? ভোটের মাঝেই বোমা ফাটালেন প্রশান্ত কিশোর

রেমালের এই গতিপথে যদি বদল না আসে তাহলে শহর কলকাতায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে। আমফানের মতো অতখানি শক্তিশালী না হলেও ভোটের হাতেগোনা কয়েকদিন আগে লণ্ডভণ্ড হতে পারে তিলোত্তমা। শেষবেলার প্রচারেও এই ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবনে আবার সমুদ্র কিংবা নদীবাঁধ ভেঙে যেতে পারে। এদিকে আবার রেমালের কারণে তিলোত্তমায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটনাগপুরের মালভূমিতেও অতি ভারী বৃষ্টির হতে পারে। যে কারণে কিছু কিছু জায়গায় আবার তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি।

South Bengal Cyclone Remal

সাইক্লোন রেমালের জেরে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে । দার্জিলিং, ডুয়ার্স, সিকিম পাহাড়, তরাইয়ে ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে কারণে আবার তরাই ডুয়ার্সে আবার হড়পা বানও আসতে পারে। সব মিলিয়ে, মে মাসের শেষে রেমালের তাণ্ডব দেখতে পারে বাংলা। এর প্রভাব কতখানি পড়তে চলেছে তা আগামী কয়েকদিনে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর