একটু পর থেকেই শুরু রেমালের তাণ্ডব! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকেই অল্পবিস্তর খেল দেখাতে শুরু করেছে রেমাল। হাওয়া অফিসের তরফ থেকে আগেই রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সেই পূর্বাভাস মিলিয়ে, আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) কলকাতা, সুন্দরবন, দুই ২৪ পরগণা সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বর্ষণ। আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়বে রেমাল (Cyclone Remal)।

আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) বলছে, ল্যান্ডফলের সময় রেমালের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার থাকতে পারে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের নানান জেলায় দেখা যাচ্ছে, আকাশের মুখ ভার। সেই সঙ্গেই কোথাও অল্পবিস্তর বৃষ্টি (Rain), কোথাও আবার হাওয়া বইছে। মুর্শিদাবাদে যেমন আজ গোটা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং ঝোড়া হাওয়া বইতে পারে জেলায়। সেই সঙ্গেই অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু কিছু এলাকা জলমগ্নও হতে পারে।

আজ ভারী বৃষ্টির কারণে তাপমাত্রাও খানিকটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ মুর্শিদাবাদের সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে। মুর্শিদাবাদের পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুনঃ কালীঘাটে ধুন্ধুমার! CPM-র প্রচারে পুলিশি বাধা! ‘গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে’, তোপ মীনাক্ষীর

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় রেমালের সর্বাধিক প্রভাব পড়তে পারে দুই ২৪ পরগণায়। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে কলকাতা সহ ৬টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিস বলছে, রেমালের প্রভাব কমবেশি গোটা দক্ষিণবঙ্গেই পড়তে চলেছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় যেমন কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি কমতা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গেও রেমালের প্রভাব পড়তে চলেছে। আজ থেকে বুধবার অবধি উত্তরের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X