বাংলা হান্ট ডেস্কঃ শনিবার পশ্চিমবঙ্গে ষষ্ট দফার লোকসভা নির্বাচন। তার আগে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। গত কয়েকদিন ধরেই এই সাইক্লোন নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। দক্ষিণবঙ্গ (South Bengal) সহ সম্পূর্ণ বাংলায় এর কেমন প্রভাব পড়বে এই নিয়ে আলোচনা অব্যাহত। এর মাঝেই ঝড়বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। তা উত্তর-পূর্ব দিক তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে সেটি এগোচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, রবিবার এই ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) ল্যান্ডফল হতে পারে। বাংলাদেশের খেপুপাড়া থেকে সাগরদ্বীপের মাঝামাঝি কোনও জায়গায় রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় তার গতি ১০০ কিলোমিটার বা তার কিছু বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
শনিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রেমালের প্রভাব পরিলক্ষিত হবে বলে জানা যাচ্ছে। কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়ার দিকে নজর রেখে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুনঃ হাই কোর্টের এক রায়ে OBC থেকে জেনারেল! ‘ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল’, কপাল চাপড়াচ্ছেন সকলে!
শুক্রবার কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে এই উপকূলবর্তী জেলাগুলিতেই রেমালের বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা টের পাওয়া যাবে বলে অনুমান। উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে আবার আগামীকাল রাজ্যে ষষ্ট দফার ভোট রয়েছে। পূর্ব মেদিনীপুরের দু’টি আসনেও নির্বাচন রয়েছে কাল। এবার যদি ব্যাপক বৃষ্টি হয় তাহলে ভোটদানের হারের ওপর এর কতখানি প্রভাব পড়তে পারে তা নিয়েও চিন্তায় পড়েছেন অনেকে।