বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে ঘূর্ণিঝড় বায়ু আছড়ে পড়তে চলেছে গুজরাত ও দিউতে। ঘূর্ণিঝড় বায়ুর বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৫৬ কিলোমিটার।আবহাওয়া দফতরের কোন অনুমান অনুযায়ী ঘূর্ণিঝড় বায়ু আছড়ে পড়তে পারে গুজরাটের প্রায় ১০ টি জেলায়।
ঘূর্ণিঝড় বায়ুর প্রভাব পড়তে পারে ৪০০ টি বিমানে। মুম্বাই থেকে প্রত্যেকদিন মোট ৯০০ টি বিমান আসা-যাওয়া করে। মুম্বাই থেকে আসা ১৯৪ টি এবং মুম্বাই থেকে যাওয়া ১৯২ বিমানে প্রভাব পড়েছে।
ঘূর্ণিঝড় বায়ুর সম্ভাব্য প্রবণতা অনুমান করে ভারতীয় রেল কতৃপক্ষ কমপক্ষে ৭০ টি ট্রেন বাতিল করে দিয়েছেন। মোট ২৮ টি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন হেলিকপ্টারে নজরদারি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় তিন লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর তরফ থেকে ৫২ টি দলকে উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী কে সতর্ক করে রাখা হয়েছে ।