বড় খবরঃ তৈরি হয়ে গিয়েছে ‘ঘূর্ণিঝড় ইয়াস’, আপডেট দিল আবহাওয়া দফতর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সকালেই ঘূর্ণিঝড় ইয়াসে (cyclone yaas) পরিণত হয়ে গিয়েছে সাগরে অবস্থান করা গভীর নিম্নচাপ। সকাল ৯ টা নাগাদ জানাল আবহাওয়া দফতর (weather office)। উপগ্রহ চিত্র মারফত সেই চিত্র দেখে আপডেট দিল হাওয়া দফতর। ইতিমধ্যে বেশকিছু জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।

পূর্বেই হাওয়া অফিস জানিয়েছে, প্রথমে সোমবার বাংলা ও ওড়িশা উপকূলে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করবে। তারপর মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সঙ্গে ৭০ কিমি বেগে হাওয়াও বইবে। এরপর বুধবার সকালে সর্বোচ্চ ৮০ কিমি, দুপুরে ১১০ কিমি এবং সন্ধ্যায় ১৫৫-১৬৫ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। এই আবহাওয়া কমতে থাকবে বৃহস্পতিবার সকাল থেকে।

বঙ্গবাসীকে সতর্ক করতে জারী করা হয়েছে লাল হলুদ এবং কমলা সতর্কতা। ২৫ শে মে অর্থাৎ আগামীকাল মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ২৬ শে মে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারী করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে ২৭ শে মে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ইয়াসের প্রভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

X