সাগরে তৈরি হয়ে গিয়েছে ‘ঘূর্ণিঝড় ইয়াস’, সন্ধ্যে নয় বুধবার দুপুরেই আছড়ে পড়বে স্থলভাগে: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সকালেই আবহাওয়া দফতর (weather office) আপডেট দিয়েছিল, সাগরের নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে (cyclone yaas)। তবে এবার জানাচ্ছে, বুধবার সন্ধ্যায় নয়, দুপুরেই সর্বোচ্চ গতি নিয়ে আছড়ে পড়বে স্থলভাগে। সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যেই হানা দেবে ঘূর্ণিঝড় ইয়াস। তাণ্ডব চলবে সারাদিন ধরেই।

বঙ্গবাসীকে সতর্ক করতে জারী করা হয়েছে লাল হলুদ এবং কমলা সতর্কতা। ২৫ শে মে অর্থাৎ আগামীকাল মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ২৬ শে মে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারী করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে ২৭ শে মে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ইয়াসের প্রভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমান সময়ে ঘূর্ণিঝড় ইয়াস পারাদ্বীপ থেকে রয়েছে ৫৪০ কিলোমিটার দূরে।। আন্দামানের পোর্টব্লেয়ার থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। অন্যদিকে দীঘা থেকে রয়েছে প্রায় ৬৩০ কিলোমিটার দূরে। মঙ্গলবার সারদিন চলবে বৃষ্টির দাপট, যার প্রভাবে সোমবার সকালে ইতিমধ্যেই বেশকিছু এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার।

সম্পর্কিত খবর

X