জোড়া ঘূর্ণাবর্তে ১১ রাজ্যে টানা ঝড়-বৃষ্টি! জারি সতর্কতা, কী হবে বাংলায়? IMD-র আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সারা দেশের আবহাওয়ায় (Weather Update) আসতে চলেছে বিরাট পরিবর্তন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণাবর্তার আকারে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাঞ্জাব এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। যার প্রভাবে এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে এবং সংলগ্ন মধ্য ভারতে বৃষ্টি হতে পারে। এছাড়াও এই কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে।

ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি ১১ রাজ্যে! কী হবে বাংলায়? (Weather Update)

আবহাওয়া (Weather Update) দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব শ্রীলংকার উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঘূর্ণবাতের প্রভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু,পুদুচেরি এবং কারাইকালের বিভিন্ন জায়গায় আগামী ১৫জানুয়ারি এবং কেরল ও মাহেতে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বজ্র-বিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে,আগামীকাল অর্থাৎ ১৪ জানুয়ারি থেকেই আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ সহ মুজাফফরাবাদে বৃষ্টি এবং তুষারপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে এবং পাঞ্জাব, হরিয়ানা চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে ১৫ ও ১৬ জানুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ (আই এম ডি)-এর তথ্য অনুসারে ১৪ জানুয়ারি থেকে আবহাওয়া (Weather Update) পরিবর্তনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে পাঞ্জাবের উপর একটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সক্রিয় হয়ে উঠছে। যার প্রভাবেই আগামী ১৪ থেকে ১৬ই জানুয়ারির মধ্যে ১৫ টিরও বেশি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

ঘন কুয়াশাও পড়তে পারে আরও কয়েকটি রাজ্যে। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে। জানা যাচ্ছে রবিবারও জম্মু-কাশ্মীরে, হিমাচল প্রদেশ এবং লাদাখে তুষারপাত হয়েছে, এছাড়াও বরফের বাতাস বয়েছে। কুয়াশার দাপট বেড়েছে রাজস্থান, হিমাচল-প্রদেশ,উত্তরাখন্ড, অসম, অরুণাচলপ্রদেশ, মেঘালয়,নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়। কুয়াশার কারণে আইএমডি-এর তরফে এই সমস্ত জায়গায়  জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

আরও পড়ুন:ফুঁসছে ঘূর্ণাবর্ত! শীতের মাঝেই বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার খবর

কেমন থাকবে বাংলার আবহাওয়া? 

জাতীয় আবহাওয়া (Weather Update) দপ্তরের তরফে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে যখন  বৃষ্টিপাত কিংবা কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও আগামী কয়েক দিন ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। সবচেয়ে বেশি কুয়াশা থাকলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা গুলিতে।  যার মধ্যে অন্যতম দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। কুয়াশার দাপটে উত্তরের এই চার জেলায় দৃশ্যমান্যতা ৫০ মিটার বা তার নিচেও নেমে আসতে পারে। অন্যদিকে বাকি জেলাগুলিতে দৃশ্যমান্যতা ২০০ মিটারের নিচে নামবে।

weather rain 6 1

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

উত্তরবঙ্গের পাশাপাশি কুয়াশার দাপট চলবে দক্ষিণবঙ্গেও।  ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতাসহ রাজ্যের আরো ৫ জেলায়। কলকাতা, হুগলী,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও অন্যান্য সব প্রায় সব জেলাতেই থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর