বাংলা হান্ট ডেস্কঃ শীতের আমেজ ফিরতে না ফিরতেই ফের বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্তের জেরে শীতকালেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায় (South Bengal Weather)। বাংলার কোন কোন জেলা ভিজবে? ইতিমধ্যেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।
শীতের আমেজের মাঝে ‘ভিলেন’ বৃষ্টি (South Bengal Weather)!
জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রবিবার দেশের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। ভিজতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকালের কিছু অংশ। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে সোমবার অবধি ওই তিন জায়গার কিছু অংশে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ওই ঘূর্ণাবর্তের জেরেই রবিবার ও সোমবার কেরল ও মাহের কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে। সোমবার আবার উত্তর-পূর্ব ভারতের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কথা বলা হলে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে উত্তরও।
আরও পড়ুনঃ মা-বাবার থেকে ‘এই’ খরচ পাওয়া মেয়েদের আইনি অধিকার! বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট
শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। হাওড়া থেকে হুগলি, কলকাতা থেকে নদিয়া, শুষ্ক থাকবে সব জেলা। আগামী বুধবার অবধি দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের (North Bengal Weather) প্রত্যেকটি জেলার আবহাওয়াও আজ শুষ্ক থাকবে। রবিবার অবধি কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সোমবার দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। সেই সঙ্গেই বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পংয়ের কয়েকটি জায়গা। এছাড়া উত্তরের বাকি সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। এরপর মঙ্গলবার ও বুধবার উত্তরের কোনও জেলায় বর্ষণের সম্ভাবনা নেই।
এসবের মাঝেই বাংলায় ফের শীতের দাপট কমতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (South Bengal Weather)। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২ দিন রাজ্যের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ বদল আসবে না। তবে এরপরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা তথা রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অর্থাৎ শীঘ্রই রাজ্যে ফের শীতের দাপট কমতে চলেছে।