বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে শীত (Winter)। পাশাপাশি, কিছু কিছু জায়গায় ক্রমাগত বাড়তে শুরু করেছে ঠান্ডার দাপট। এমতাবস্থায়, এই মরশুম আসার সঙ্গে সঙ্গেই প্রায়শই বাড়ির মহিলারা রান্নাঘরে থাকা সিলিন্ডারের গ্যাস জমে যাওয়ার অভিযোগ করেন। এদিকে, সিলিন্ডারের গ্যাস জমে গেলে সেটি দ্রুত হারে শেষ হতে থাকে।
বর্তমানের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সময়ে, যখন এলপিজি সিলিন্ডারের দাম ক্রমশ বাড়ছে সেই অবস্থায় গ্যাস সিলিন্ডারের দ্রুত শেষ হওয়ার বিষয়টি সরাসরি টান ফেলতে পারে পকেটে। এমতাবস্থায়, আপনিও যদি রান্নাঘরের সিলিন্ডারে গ্যাস জমে যাওয়ার মত সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু বিশেষ টিপস সম্পর্কে জানাবো, যেগুলি অনুসরণ করলে আপনি খুব সহজেই সিলিন্ডারে গ্যাস জমে যাওয়ার বিষয়টি এড়িয়ে যেতে পারেন।
অনেক সময় দেখা যায় যে, মাটি ঠান্ডা হওয়ার কারণে সিলিন্ডারে থাকা গ্যাস জমতে শুরু করে। এই অবস্থায় আপনি সিলিন্ডার ট্রলির ব্যবহার করতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সিলিন্ডার হুইল ব্যবহার করলে আপনার মেঝেতেও সিলিন্ডারের দাগ পড়বে না।
সিলিন্ডারে গ্যাস জমে যাওয়ার বিষয়টি এড়িয়ে যেতে আপনি পাটের বস্তা ব্যবহার করতে পারেন। সিলিন্ডারের নিচে পাটের বস্তা রাখতে হয়। এছাড়াও, আপনি একটি পাটের বস্তা দিয়ে সিলিন্ডারটিকে ঢেকেও রাখতে পারেন।
মূলত, ওই বস্তা সিলিন্ডারকে গরম করতে সাহায্য করে। পাশাপাশি, পাটের বস্তা ব্যবহার করার পর রান্নাঘরের সিলিন্ডারে গ্যাস জমে যাওয়ার মত ঘটনাও কমে যায়। এছাড়াও, একটি বড় পাত্রে ৩ থেকে ৪ লিটার গরম জল ঢেলে সেখানে সিলিন্ডারটি রাখতে পারেন। এর ফলে যদি আপনার সিলিন্ডারে গ্যাস জমতে থাকে সেক্ষেত্রে সেটি আবার তার আসল অবস্থায় ফিরে আসবে।