বাংলা হান্ট ডেস্ক: ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম কলকাতায়, আজ, শুক্রবার থেকে ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম ৭৬ টাকা বেড়ে হচ্ছে ৭০৬ টাকা। অক্টোবর মাসে এর দাম ছিল ৬৩০ টাকা। এদিকে যারা ৫ কিলোগ্রাম ওজনের ভর্তুকি বিহীন সিলিন্ডার গ্যাস নেন তাদের জন্য দুঃসংবাদ। কারণ এমন সিলিন্ডারের দাম সাড়ে ২৬ টাকা বাড়তে চলেছে। নভেম্বর থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হতে চলেছে ২৬০.৫০ টাকা।
উল্লেখ্য, অন্যদিকে আবার রাজ্যের বাকি ক্ষেত্রগুলোতে তৈরি হয়েছে সমস্যা, একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, অন্যদিকে তেমনি সরকারি বহু ক্ষেত্রে হচ্ছে লোকসান। বর্তমানে রাজ্যের সরকারি স্কুলগুলোতে দিনের পর দিন কমেই চলেছে পড়ুয়াদের সংখ্যা।
সরকারি স্কুলে যে প্রতিনিয়ত পড়ুয়াদের সংখ্যা কমে যাচ্ছে সে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘একটা সময় ছিল যখন সরকারি স্কুলগুলোতে ভর্তি নিয়ে ওদের মধ্যে একটা অন্য চাহিদা থাকত। সেই চাহিদা এবং উন্মাদনা এমনই চরমে পৌঁছেছে যে এক একটা সরকারি স্কুলের ৩০-৪০টা আসনের জন্য আবেদনপত্র জমা পড়তো প্রায় ১১০০, ১২০০, ১৫০০। সেটা গরিমা হারাতে হারাতে এমন একটা জায়গায় এসেছে যে এগুলো এখন সব চলে গেছে। বর্তমানে এমন অনেক জায়গা চোখে পড়ছে যেখানে যতগুলো সিট আছে ততগুলো ফরমই শেষ করা সম্ভব হচ্ছে না। সেটা হয়েছে এমন একটা সময়ে, এমনভাবে যে স্কুলগুলো নিজের মতো সব করে নেয়। কবে নোটিশ দেয় বা দেয় না। কিন্তু, জনমানসে সরকারি স্কুল নিয়ে মানুষের মধ্যে মারাত্মক একটা আবেগ আছে। দেখা যায় যে অনেকেই পরে এসে হতাশা প্রকাশ করেন।”