বাংলাহান্ট ডেস্ক : ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গত ১লা অক্টোবর বৃদ্ধি পেয়েছে। এক লাফে ২০০ টাকারও বেশি বেড়ে গেছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম। কলকাতায় ভর্তুকি বিহীন বাণিজ্যিক গ্যাসের দাম বর্তমানে ১,৮৩৯.৫ টাকা। দাম বৃদ্ধির ফলে দিল্লিতে ভর্তুকি বিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১৭৩১.৫০ টাকা।
চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে গ্রাহকদের খরচ করতে হচ্ছে ১৮৯৮ টাকা। দাম বৃদ্ধির ফলে বাণিজ্য নগরী মুম্বাইতে বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৮৪ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম অক্টোবর মাসে বৃদ্ধি পেলেও ঘরোয়া এলপিজির দামে পরিবর্তন দেখা যায়নি চলতি মাসে।
আরোও পড়ুন : ছুটি বাতিল বিভিন্ন দফতরের! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, হঠাৎ কী কারণে পুজোর আগেই এই সিদ্ধান্ত ?
১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ২০০ টাকা কমেছিল গত আগস্ট মাসে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কমার ফলে কলকাতায় ১,১২৯ থেকে কমে ৯২৯ টাকা হয়ে যায় এলপিজির দাম। উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকরা এতদিন পর্যন্ত গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করছিলেন ৭২৯ টাকা।
আরোও পড়ুন : কবে থেকে বাংলায় ছুটবে এসি লোকাল ট্রেন? রেলের তরফে জানা গেল আসল সত্যি
এবার মোদি সরকার উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বড় সুখবর। কেন্দ্রের পক্ষ থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আরও ১০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ৩০০ টাকা ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। দাম হ্রাসের ফলে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াবে ৬২৯ টাকা।
দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৯০৩ টাকা। আগস্ট মাসে দাম কমার আগে দিল্লির বাসিন্দারা এলপিজি সিলিন্ডার কিনছিলেন ১,১০৩ টাকা দিয়ে। বর্তমানে মুম্বাইতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯০২.৫ টাকা। সিলিন্ডারের দাম ২০০ টাকা কমার পর চেন্নাইতে বর্তমান দাম দাঁড়িয়েছে ৯১৮.৫ টাকা।