আচ্ছা! জানেন সিলিন্ডারের রং কেনো লাল হয়? কেনো সিলিন্ডারের তলায় ফুটো থাকে? ৯৯% মানুষই জানেন না উত্তর!

বাংলাহান্ট ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনে এমন কত কিছু আছে যেগুলোর উত্তর আমরা জানি না। কিংবা জানার চেষ্টা করি না। আমরা কি কখনো ভেবে দেখেছি পাখার কেনো তিনটি ব্লেড? কেনো চেয়ারের চারটি পা? প্রেসার কুকারে কেনো সিটি পড়ে? প্রত্যেকটির নেপথ্যে বিশেষ বিশেষ কারণ রয়েছে। তেমনি একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিলিন্ডার (Cylinder)। যে সিলিন্ডার ছাড়া গৃহিণীরা রান্না করার পরিকল্পনাই করতে পারে না। এমনকি গ্যাসের দাম বেড়ে গেলে রীতিমতো সকলেই হা হুতাশ করতে থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন গ্যাস সিলিন্ডার (Cylinder) সাধারণ মানুষদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ।

তবে কখনো মনে হয়েছে সিলিন্ডারের (Cylinder) রং কেনো লাল হয়? লাল ছাড়া অন্য কোনো রং নয় কেনো? তবে কিছু কিছু নীল সিলিন্ডার পাওয়া গেলেও, লাল (Cylinder) সিলিন্ডারই সবচেয়ে বেশি বাজারে বিক্রি হয়। তবে শুধু সিলিন্ডার লালই নয়, একইসাথে সিলিন্ডারের নীচের কয়েকটি ফুটো থাকে। ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই ফুটোগুলিকে। তবে প্রশ্ন এমনটা কেন হয়? এটি নিছক কোন ডিজাইন নাকি রয়েছে বিশেষ কোনো কারণ? জানা গিয়েছে এই প্রত্যেকটির পিছনেই বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সেটাই জানাবো আজকের প্রতিবেদনে।

আরো পড়ুন : লন্ডনে লুকিয়ে সন্তানের জন্ম, এক ছেলেও রয়েছে ঐশ্বর্যর! বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ফাঁস এ কোন সত্যি!

প্রথমে জানাই সিলিন্ডারের (Cylinder) রং লাল কেন হয়?

এই বিষয় নানা রকমের নানা ব্যাখ্যা দেওয়া রয়েছে। আসল কারণ হচ্ছে, চেনার উপায়। আসলে লাল রং হচ্ছে অত্যন্ত উজ্জ্বল এবং আকর্ষিত রং। দূর থেকেও কেউ লাল রংয়ের জামা পরলেও তা সহজে চেনা যায়। তাই গ্যাস সিলিন্ডারের (Cylinder) ক্ষেত্রেও এই লাল রংকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে বলা হয় এই লাল রঙের মাধ্যমে নাকি বিপদ সহজেই এড়ানো যায়। তাই সিলিন্ডারের রং লাল রাখা হয়েছে। তবে নীল রংয়ের সিলিন্ডার হওয়ার পিছনে আবার অন্য কারণ রয়েছে।

আরো পড়ুন : ‘কুৎসিত মনে হত, ৬ মাস নিজেকে…’, প্রযোজকের অফিসে কী হয়েছিল বিদ্যার সঙ্গে?

Cylinder

এরপর জেনে নিন ঠিক কি কারনে সিলিন্ডারের তলায় এরকম ছিদ্র দেওয়া থাকে?

আসলে নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। যখন মূলত সিলিন্ডার (Cylinder) উত্তপ্ত হয়ে যায় কিংবা তাপমাত্রা বেড়ে যায় তখনই এই গর্ত থেকে বাতাস বের হতে থাকে। এর মাধ্যমে সহজে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ সিলিন্ডারের পৃষ্ঠকে উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। মনে রাখবেন উত্তপ্ত হয়ে গেলে কিন্তু নানা রকমের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সিলিন্ডারের নীচে এমনভাবেই ছিদ্র থাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর