DA ইস্যুতে নতুন মোড়! মমতাকে বড় চ্যালেঞ্জ আন্দোলনকারীদের, কী করবেন মুখ্যমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্ক : মহার্ঘ ভাতা (DA) নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সামনাসামনি বৈঠকের চ্যালেঞ্জ দিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দাবি, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বৈঠকে বসুন মুখ্যমন্ত্রী। তিনি সেখানে নিজের বক্তব্য পেশ করবেন। নিজেদের অবস্থান জানাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুধু তাই নয় এই বৈঠক সরাসরি সম্প্রচার করা হবে বলেও দাবি তাঁদের।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আমরা এখন তো বলছি। আমরা তো চ্যালেঞ্জ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনে বসুন। আমরা যখন বলব, তখন আপনি কোনও কথা বলবেন না। আপনি যখন বলবেন, তখন আমরা কোনও কথা বলব না।’

   

da dharna delhi mamata

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আরও বলেন, ‘পুরো বিষয়টি সারা পশ্চিমবঙ্গের কাছেই লাইভ সম্প্রচার করা হবে। কোনও এডিটের বিষয়ই থাকবে না।  একেবারে সরাসরি সম্প্রচার করা হবে। মানুষ দেখুক। আমরা কাদের জন্য লড়াই করছি এবং আপনি কাদের জন্য এই সরকার চালাচ্ছেন, সেটা সাধারণ মানুষের দেখা দরকার।’

সম্প্রতি ডিএ জট কাটাতে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার। সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থসচিব। তবে ওই বৈঠক পুরোপুরি নিষ্ফলা হয়েছে বলে দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। আরও বড় আন্দোলনের ডাক দেন তাঁরা।

রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) পান। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার ৪২ শতাংশ। তবে এদিনের এই মন্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেনও রকম বিবৃতি পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর