৭ তারিখও সুপ্রিম কোর্টে উঠবে না DA মামলা? যা বললেন মলয় মুখোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ এবারে কি হবে সুরাহা? নাকি ফের মিলবে নয়া তারিখ? এই প্রশ্নই এখন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার সরকারি কর্মচারীদের মনে। এখানে বলে রাখা ভালো এর আগে মোট ১৩ বার সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়েছে ডিএ মামলার (DA Case) শুনানি। একদিন পর অর্থাৎ আগামী ৭ জানুয়ারি ফের সর্বোচ্চ আদালতে ডিএ (Dearness Allowance) মামলা উঠবে। তার আগে সমাজমাধ্যমে বড় তথ্য দিলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

শনিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন,

ডিএ মাললাটির কজলিস্ট গতকাল প্রকাশ করেছি! প্রথমত ডিএ মামলাটি প্রথমার্ধের একদম শেষ হিসাবে অবস্থান করছে। অর্থাৎ ১০.৩০ থেকে দুপুর ১ টার মধ্যে ওঠার কথা। ২.০০ পরবর্তী ৪৬ নম্বর থেকে তা শুনবে বলে সম্পূর্ণ কজলিস্ট সেই কথাই বলে দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘এখন প্রশ্ন মামলাটি শোনা হবে কি নয়, দেখুন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে মাননীয় জাজদ্বয়ের উপর।’ জানিয়ে রাখি, শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে মঙ্গলবার ৪৫ নম্বরে আছে ডিএ মামলা। মামলাটি উঠবে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে।

সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী, চার নম্বর আদালতকক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। তবে ঠিক কোন সময় ডিএ মামলার শুনানি শুরু হতে পারে, সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এই মামলার শুনানির দিকে তাকিয়ে আছেন হাজার হাজার সরকারি কর্মচারী।

dearness allowance

আরও পড়ুন: ‘তিনটে পরোটা আর আনলিমিটেড তরকারি…’ ভাইরাল রাজুদার ওয়েব সিরিজ ডেবিউ! কোন প্ল্যাটফর্মে আসছে?

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর