বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি নিয়ে কলকাতার রাজপথে আন্দোলন-অনশনে বাংলার সরকারি কর্মচারীদের একাংশ। সপ্তম পে কমিশনের সুপারিশের দাবি জানিয়ে চলছে বিক্ষোভ। পাশাপাশি লাগাতার বকেয়া ডিএ মেটানোর দাবি জানিয়ে আসছেন কর্মীরা। দীর্ঘদিন ধরে এই ডিএ মামলা হাইকোর্টে চলার অবশেষে পৌঁছেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)।
আজই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার শুনানি। বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে ১০টায় এই মামলার শুনানি। প্রসঙ্গত, সপ্তম পে কমিশনে ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়ার সুপারিশ রয়েছে। এ রাজ্যের সরকারি কর্মচারীরাও সেই হারে ডিএ এর দাবি জানিয়ে আসছেন।
এইসব দাবি জানিয়েই রাজ্য জুড়ে চলছে আন্দোলন-অনশন, বিক্ষোভ। অন্যদিকে, আন্দোলনের উত্তাপ আরও বাড়ে কিছুদিন আগে রাজ্য সরকারের বাজেট পেশ এর পর। প্রসঙ্গত, এবারের বাজেটে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন সরকারি কর্মীরা। এই ডিএ এর পরিমানকে ‘ভিক্ষা’ বলেও কটাক্ষ করেছেন তারা।
মঙ্গলবার শীর্ষ আদালতে চলছে এই মামলার শুনানি। যেই মামলার রায়ের দিকে চেয়ে রয়েছে রাজ্যের সকল মানুষ। এবার চলুন জেনে নি কোন রাজ্যে মহার্ঘ ভাতার পরিমান কত। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে এখন ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হয়।
বিহারে এখন ৩৪ শতাংশ হারে ডিএ দেওয়া হয়। সেখানেও সম্প্রতি ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে ঝাড়খণ্ড ও ওড়িশায় রাজ্য সরকারি কর্মীদের ৩৮ শতাংশ ডিএ দেওয়া হয়। ৪ শতাংশ ডিএ বাড়িয়ে অসম সরকার ডিএ দেয় ৩৪ শতাংশ হারে। ত্রিপুরায় সরকার ২০ শতাংশ ডিএ দেয়। কেরল সরকার রাজ্য সরকারি কর্মীদের ৭ শতাংশ হারে ডিএ দেয়। ৫ শতাংশ ডিএ বাড়িয়ে ছত্তীশগড়ে সরকারী কর্মচারীদের ৩৩ শতাংশ হারে ডিএ দেওয়া হয়।