বাংলা হান্ট ডেস্কঃ গতবার এই দিনেই বেড়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। এবারেও কি সেই রকমই কোনো ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী? সকলের নজর এখন সেদিকেই। নতুন বছর শুরু হতে আর কিছুদিন। গত বছর এই সময়েই ডিএ (Dearness Allowance) বেড়েছিল বাংলার সরকারি কর্মীদের (Government Employees)। এবারেও যদি তেমনটা হয়, সেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা।
গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের ২১ তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ ১৯ ডিসেম্বর অ্যালেন পার্ক ক্রিসমাস উৎসবের সূচনা করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী। তাহলে কি এবারও সেই রকমই কিছু হতে পারে? স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল। চলতি বছরই দু’দফায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।
যদিও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়বে কি না সেই নিয়ে কিছু জানানো হয়নি সরকার তরফে। উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে। কেন্দ্র সরকার দীপাবলির আগে সরকারি কর্মীদের ৩% ডিএ বৃদ্ধি করেছে। আগে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।
আরও পড়ুন: কেন স্থায়ী হচ্ছেন না প্রাথমিক শিক্ষকেরা? রাজ্যের জবাব চাইল কলকাতা হাইকোর্ট
কেন্দ্রে ডিএ ৫৩ শতাংশ হওয়ায় রাজ্যের কর্মচারীদের সাথে ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। এদিকে শোনা যাচ্ছে শীঘ্রই আসছে কেন্দ্রের অষ্টম পে কমিশন। তাতে এক ধাক্কায় বাড়তে পারে সরকারি কর্মীদের নূন্যতম বেতন। এদিকে পশ্চিমবঙ্গে কবে সপ্তম পে কমিশন কার্যকর হবে, তা নিয়ে এখনও কিছু বলা হয়নি সরকার তরফে।