বাংলা হান্ট ডেস্কঃ গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নিজের কর্মীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। ২৩ পেরিয়ে বর্তমানে ২৪। নতুন বছরের শুরুতে কি ফের কপাল খুলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Workers)? হ্যাঁ, একদমই তাই। নতুন বছরে ধামাকা থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এমনটাই মনে করা হচ্ছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR) ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। আর ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়া মানেই বেতন এবং পেনশন বৃদ্ধি। মনে করা হচ্ছে বাজেটে সরকার ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে। শ্রম মন্ত্রক দ্বারা প্রকাশিত অনুমান অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের জন্য AICPI ডেটা প্রকাশ করা হবে। যদিও নভেম্বর এবং ডিসেম্বরের ডেটা এখনও সামনে আসেনি, তা হাতে আসলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
উৎসবের আবহে গত অক্টোবর মাসেই ৪% ডিএ (DA)বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে ৪২% মহার্ঘ ভাতা পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৬%। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার ওপর ভিত্তি করে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে।
এবার মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। AICPI সূচকের অর্ধবার্ষিক তথ্যের ভিত্তিতে দুবার ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। জানুয়ারি এবং জুলাই মাসে কর্মচারী-পেনশনভোগীদের ডিএ এবং ডিআর হার সংশোধন করা হয়। গত বছর জানুয়ারী এবং জুলাই মিলিয়ে মোট ৮% DA বাড়ানো হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত AICPI সূচক ডেটার উপর নির্ভর করে পরবর্তী মহার্ঘ ভাতার হার সংশোধন করা হবে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ! ফের বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা, কবে? জানাল হাওয়া অফিস
আসন্ন লোকসভা নির্বাচন। তাই মনে করা হচ্ছে, ডিএ-র পরবর্তী হারগুলি বাজেটের সময় বা ফেব্রুয়ারি-মার্চ মাসে ঘোষণা করা হতে পারে। ভোটের আগেই কেন্দ্রীয় কর্মীদের মন খুশি করতে বাজেট অধিবেশনেই ডিএ নিয়ে মোদী সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। ডিএ বৃদ্ধি পেলে এর সুবিধা পাবে ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীরা।