বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন অব্যাহত। বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। তবে মেলেনি কাঙ্খিত ডিএ। বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তবে তাতে খুশি নন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ।
ফের কবে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়বে তা নিয়ে কিছু জানা যায়নি। যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে তাই মনে করা হচ্ছে ২০২৬ সালের আগেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে। এদিকে এ রাজ্যে ডিএ ইস্যুতে জটের মধ্যেই মহার্ঘ ভাতা কমল সরকারি কর্মচারী।
DA কমল সরকারি কর্মীদের- Dearness Allowance
প্রসঙ্গত, চলতি মাস অর্থাৎ মে থেকে ব্যাঙ্ককর্মীদের (Bank Employees) মহার্ঘ ভাতা (ডিএ) কমছে। এমনটাই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। প্রসঙ্গত আগে ২১. ২ শতাংশ ডিএ পাচ্ছিলেন ব্যাঙ্ক কর্মচারীরা। এবারে তা ১.২৩ শতাংশ কমে হচ্ছে ১৯.৯৭ শতাংশ। চলতি মাস থেকেই এই নয়া হার প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে।
ভিডিও দেখুন: https://youtu.be/uKL1pxsFk10?si=hsvvPPjSUR3Vt30z
তবে ব্যাঙ্ক কর্মচারীরাদের ডিএ (DA) কমলেও অবসারপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীদের ক্ষেত্রে ডিএ কমবে না। তাঁদের ক্ষেত্রে সেই হার অপরিবর্তিতই থাকছে। প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির সূচকের উপর নির্ভর করে প্রতি তিনমাস অন্তর অন্তর ব্যাঙ্ক কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ হয়। কখনও তা বাড়ে কখনও কমে। সেই হিসেবে অনুযায়ীই এবার ডিএ কমল ১.২৩ শতাংশ।
উল্লেখ্য, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউইমার প্রাইস ইনডেক্সের উপর গড় করেই ডিএ নির্ধারিত হয়েছে। সেই হিসেবে এবার মহার্ঘ ভাতা কমল এই সরকারি কর্মচারীদের।