বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সুখবর। দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন তাঁরা। অবশেষে তাতে মান্যতা দিল রাজ্য সরকার। একধাক্কায় ১১% হারে মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হল। গত শুক্রবার ডিএ বৃদ্ধি সংক্রান্ত এই প্রস্তাবে সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী। এরপর উপ মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর জারি করা হয় বিজ্ঞপ্তি। বর্ধিত হারে মহার্ঘ ভাতা কবে থেকে পাওয়া যাবে সেটাও জানানো হয়েছে।
কত শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
গত মার্চ মাসে কেন্দ্রের পর একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এবার সুখবর পেলেন রাজস্থানের রাজ্য সরকারি কর্মীরা। সেই রাজ্যে পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সরকার। পঞ্চম বেতন কমিশনের অধীন মাইনে পাওয়া কর্মীদের ১১% হারে ও ষষ্ঠ বেতন কমিশনের অধীন মাইনে পাওয়া কর্মীদের ৬% হারে ডিএ বাড়ানো হয়েছে।
জানা যাচ্ছে, পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীরা এতদিন ৪৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার থেকে ৪৬৬% হারে পাবেন (DA Hike)। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ২৪৬%। তাঁরা এবার থেকে ২৫২% হারে পাবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর হবে।
আরও পড়ুনঃ ২৬,০০০ কাণ্ডের পর নতুন নিয়োগ প্রক্রিয়া! কারা অংশ নেবেন? নতুনরা সুযোগ পাবেন? মুখ খুললেন শামিম
সংশ্লিষ্ট রাজ্য সরকারের (Government of Rajasthan) এই ঘোষণার ফলে রাজস্থানের হাজার হাজার রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। ভজনলাল সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সরকারি কর্মী ও পেনশনভোগীদের নানান সংগঠন।
রাজস্থান রাজ্য কর্মচারী মহাসংঘের একজন পদাধিকারী যেমন বলেন, সরকারের আমাদের পুরনো দাবি শুনেছে। আমরা এই সিদ্ধান্তে কৃতজ্ঞ। আশা করছি এভাবেই সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।