বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারি (State Government) কর্মচারীরা (Employees) কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছেন। এমনই অবস্থায় বাজেট অধিবেশনের দিন বাংলার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা (Dearness allowance) ঘোষণা করেছিলেন।
সেই ঘোষণার প্রেক্ষিতে নবান্ন শুক্রবার জারি করেছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা অতীতের ঘোষিত ৩ শতাংশ এবং নতুন ৩ শতাংশ মিলিয়ে আগামী ১লা মার্চ থেকে মোট ৬ শতাংশ বর্ধিত মহার্ঘভাতা পেতে চলেছেন। কর্মচারীরা ছাড়াও একই হারে মহার্ঘ ভাতা পাবেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা।
প্রসঙ্গত রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল ২০২১ সালের জানুয়ারি মাসে। অতীতের সেই ৩ শতাংশ এবং এই বছর বাজেটের দিন ঘোষিত ৩ শতাংশ মিলিয়ে মার্চ মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছেন মোট ৬ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা।
সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দেবাশশির শীল বলেছেন, “আমাদের দাবি মহার্ঘভাতা দেওয়া হোক AICPI এর নির্ধারিত করে দেওয়া হারে। আমরা জয়লাভ করেছি কলকাতা হাইকোর্টে। এই লড়াই চালিয়ে যাব আমরা। আগামী ১০ই মার্চ রাজ্য সরকারি কর্মচারীরা যে ধর্মঘটের ডাক দিয়েছে আমরা সমর্থন করছি সেটিকে। এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে ১৫ তারিখ।”
যদিও রাজ্য সরকারি কর্মচারীরা এই বিজ্ঞপ্তির পরেও শান্ত হতে পারেননি। অন্যদিকে, মহার্ঘ ভাতা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিংকর অধিকারী বলেছেন, “৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তিন শতাংশের কথা ঘোষণা করা হয়েছিল আগেই। বাকি তিন শতাংশ ঘোষণা হয়েছে বাজেটে। সেক্ষেত্রে বিষয়টি বুঝবেন না অনেক সাধারণ মানুষ। “