ফের এত শতাংশ DA বাড়াচ্ছে সরকার! কারা পাবেন? আপডেট দেখে খুশির হাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ধামাকা। হাতে মাত্র কিছুদিন। তারপরই লটারি পেতে চলেছেন সরকারি কর্মীরা। বিশেষ করে এই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Workers) জন্য। গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর নতুন বছরেও তাদের জন্য সারপ্রাইস অপেক্ষা করছে। মনে করা হচ্ছে ৩১ জানুয়ারি থেকে কপাল খুলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, DA-র ক্ষেত্রে সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য। ২০২৩ সালের ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশে সংশোধিত হয়েছে। আবার চলতি জানুয়ারিতে মহার্ঘ ভাতা আবার সংশোধন করা হবে। প্ৰতি বছরই দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে। আর জানুয়ারি মাসের ডিএ সংশোধনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংশোধন হতে পারে বলে মনে করা হচ্ছে।

শোনা যাচ্ছে, নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR) ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। আর ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়া মানেই বেতন এবং পেনশন বৃদ্ধি। তবে আগামী মার্চ মাসে এই ইনক্রিমেন্ট সংক্রান্ত সরকারি ঘোষণা সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই) নম্বর দ্বারা নির্ধারিত হয়। বছরে দুবার মূল্যায়ন করা হয় মহার্ঘ ভাতা। একটি জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এবং দ্বিতীয় মূল্যায়নটি জুলাই থেকে ডিসেম্বর। বর্তমানে, নভেম্বরের জন্য AICPI সূচক সংখ্যা ০.৭-পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩৯.১ পয়েন্টে পৌঁছেছে। ডিএ ক্যালকুলেটর অনুসারে, সূচকের ভিত্তিতে বর্তমানে মহার্ঘ ভাতার পরিমাণ ৪৯.৬৮ শতাংশ। যেহেতু দশমিক অঙ্কটি ০.৫০ এর বেশি, তাই এটি ৫০ শতাংশে পৌঁছে যেতে পারে এমনটাই ধরা হচ্ছে।

da hike8

প্রসঙ্গত, উৎসবের আবহে গত অক্টোবর মাসেই ৪% ডিএ (DA)বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে ৪২% মহার্ঘ ভাতা পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৬%। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার ওপর ভিত্তি করে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে।

আরও পড়ুন: আজকের রাশিফল ৩০ জানুয়ারি, পারিবারিক জীবন সুখের হবে এই তিন রাশির

এবার মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। গত বছর জানুয়ারী এবং জুলাই মিলিয়ে মোট ৮% DA বাড়ানো হয়েছে। ডিএ বৃদ্ধি পেলে এর সুবিধা পাবে ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীরা। যদিও এখনও ডিএ বৃদ্ধি নিয়ে সরকার তরফে কোনো ঘোষণা করা হয়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর